ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুস্তাফিজের জন্য গুগলে বাংলা শিখছেন ওয়ার্নার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
মুস্তাফিজের জন্য গুগলে বাংলা শিখছেন ওয়ার্নার ডেভিড ওয়ার্নার ও মুস্তাফিজুর রহমান

ঢাকা: দলের আক্রমণ পরিকল্পনার অনেকাংশজুড়েই থাকেন তিনি। অথচ তাকেই বোঝানো যায় না।

আবার খেলার মাঠে তিনি কখন কোন আক্রমণে যাচ্ছেন বা কোন ডেলিভারি দিচ্ছেন, সেই মুহূর্তে কোথায় কোন ফিল্ডার রাখা প্রয়োজন, তাও তার কাছ থেকে বুঝে নেওয়া যায় না। সেজন্য দেওয়া হয় দোভাষী নিয়োগ। কিন্তু তাতেও সারছে না।

তাই বিশ্ব ক্রিকেটের এই সময়ের ‘রহস্যময়’ বোলার মুস্তাফিজুর রহমানকে বুঝতে এবং বোঝাতে এবার খোদ দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারই বাংলা শিখছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) এক টুইটার বার্তায় এ কথা জানান আইপিএল সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কই।

অস্ট্রেলিয়ার ড্যাশিং ওপেনার তার টুইটার বার্তায় বলেন, ‘ফিজের (মুস্তাফিজের আদুরে ডাকনাম) জন্য আমি গুগল ট্রান্সলেশনের দ্বারস্থ হচ্ছি। কীভাবে বাংলা বলতে হয় তা শিখছি, হে হে। থোড়া থোড়া (একটু একটু)। ’

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাধ্যমেই ব্যাটসম্যানদের মূর্তিমান আতঙ্করূপে আবির্ভূত মুস্তাফিজুর। তার বিপক্ষে ব্যাটিংয়ে ঘাম ঝরার কথা স্বীকার করছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরাও। এই দারুণ বোলিংয়ের ধারাবাহিকতা মুস্তাফিজ ধরে রেখেছেন প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েও।

কিন্তু জাতীয় দলের বাইরে প্রথম বিদেশ সফরে গিয়ে মুস্তাফিজ পড়েছেন ভাষা বিপাকে। তিনি বাংলা ছাড়া ইংরেজি কিংবা হিন্দি ঠিক মতো বলতে পারেন না। কিন্তু দলের বোলিং আক্রমণের প্রধান পেসারের সুবিধার্থে ক’দিন আগে নজিরবিহীনভাবে দোভাষী নিয়োগ দেয়।

তাতেও থেমে না থেকে শেষ পর্যন্ত এবার নিজেই বাংলা শেখায় নেমে পড়লেন সানরাইজার্সের অধিনায়ক। খেলায় আক্রমণ সাজাতে ‘বাংলাভাষী’ একজনকেই যে তুরুপের তাস বানাবেন তিনি!

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।