ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শিশু মৃত্যু, আইন ভঙ্গকারী যুবরাজকে নিন্দা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
শিশু মৃত্যু, আইন ভঙ্গকারী যুবরাজকে নিন্দা ছবি: সংগৃহীত

ঢাকা: বিপাকে ভারতের ক্রিকেট তারকা যুবরাজ সিং। নিয়ম ভেঙে বাড়ির কাজে শিশু শ্রমিক নিয়োগ দেওয়া আর সেই শিশুর মৃত্যুতে গোটা ভারত জুড়ে নিন্দা জানানো হচ্ছে যুবরাজকে।

 

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, যুবরাজের চণ্ডীগড়ের বাড়ির কাজে নিয়োগ দেওয়া হয়েছিল আট বছর বয়সী এক শিশু শ্রমিককে।

 

যুবরাজের বাড়িতে যে গেটটি নতুন লাগানো হয়েছে সেটি পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয় শিশুটিকে। আর দুর্ঘটনাক্রমে গেট থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

এ সময় অবশ্য বাড়িতে ছিলেন না যুবরাজ ও তার মা। তারা সে সময় দিল্লির বাসায় ছিলেন।

এ ব্যাপারে স্থানীয় পুলিশ তদন্ত করছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়। যদিও এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই মনে করছে পুলিশ।

তবে, ভারতের প্রতিষ্ঠিত আইন অমান্য করে একজন জাতীয় দলের ক্রিকেটার কি করে নিজের বাসার সংস্কার কাজে শিশু শ্রমিক নিয়োগ দিতে পারেন, এ নিয়ে চলছে সমালোচনা।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ২২ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।