ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

আইপিএল থেকে ছিটকে গেলেন পিটারসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, এপ্রিল ২৪, ২০১৬
আইপিএল থেকে ছিটকে গেলেন পিটারসেন ছবি: সংগৃহীত

ঢাকা: আইপিএলের দল রাইজিং পুনে সুপারজায়ান্টসের খারাপ খবরই শুনতে হলো। ইনজুরির কারণে এ মৌসুমে আর খেলা হচ্ছে না এ ইংল্যান্ড সাবেক ব্যাটসম্যান পিটারসেনের।

গত শুক্রবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাট করতে নেমে গোড়ালির ইনজুরিতে পড়েন তিনি। পরে নিজের ইন্সটগ্রামে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার খবর জানান পিটারসেন।

ম্যাচে পিটারসেন তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে মাত্র এক বল খেলেই ইনজুরিতে পড়েন। পরে রিটার্ডহার্ট হয়ে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। ম্যাচটিতে শেষ পর্যন্ত পুনে ১৩ রানে হার মানে।

এ মৌসুমে ডানহাতি ব্যাটসম্যান পিটারসেন চার ম্যাচ খেলে ১১৯.৬৭ স্ট্রাইক রেটে ও ৩৬.৫০ গড়ে ৭৩ রান করেছেন। পুনে নিজেদের চার ম্যাচের তিনটিতে হেরেছে। আর পয়েন্ট টেবিলে মাহেন্দ্র সিং ধোনির দলের বর্তমানে অবস্থা আট দলের মধ্যে সাতে।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।