ঢাকা: পাল্লেকেলেতে প্র্যাকটিস ম্যাচ চলাকালীন মাথায় আঘাত পেয়ে কলম্বো হাসপাতালে ভর্তি শ্রীলঙ্কার কুশল সিলভা। স্বস্তির খবর হচ্ছে, প্রাথমিক স্ক্যান শেষে বিপদমুক্ত ২৯ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
টিম ম্যানেজমেন্টের ভাষ্য অনুযায়ী, দিনেশ চান্দিমালের একটি শট শর্ট লেগে দাঁড়ানো সিলভার মাথার পেছনে হেলমেটের ঠিক নিচের অংশে আঘাত হানে। এরপর দ্রত তাকে ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক স্ক্যান শেষে কলম্বো হাসপাতালে স্থানান্তর করা হয়।
ইংল্যান্ড সফরের প্রস্তুতি হিসেবেই দু’দিনের প্র্যাকটিস ম্যাচে অংশ নেন লঙ্কান ক্রিকেটাররা। প্রথম দিনে ব্যাট হাতে শতক হাঁকানো সিলভা টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়ার অপেক্ষায়। সাদা পোশাকে এখন পর্যন্ত ২৪টি ম্যাচ খেলা এ ব্যাটসম্যান তার সবশেষ টেস্ট খেলেন গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
আগামী ৩ মে দেশ ইংল্যান্ডে উড়াল দেবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। লিডসের হেডিংলিতে ১৯ মে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। টেস্টের পর পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। সীমিত ওভারের ক্রিকেটে এখনো অভিষেক হয়নি সিলভার।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এমআরএম