ঢাকা: গত শুক্রবার (২২ এপ্রিল) থেকে শুরু হয়েছে ২০১৫-১৬ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আলোচিত এ টুর্নামেন্টকে ঘিরে দলগুলোর সঙ্গে রোমাঞ্চিত বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও।
মঙ্গলবার (২৬ এপ্রিল) আসরের দ্বিতীয় রাউন্ডের ভিন্ন তিন ম্যাচে মাঠে নামবে ছয়টি দল। ভিন্ন ভিন্ন তিন ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।
মঙ্গলবার দিনের হাইভোল্টেজ ম্যাচ ধরা হচ্ছে মিরপুরের ম্যাচটিকে। হোম অব ক্রিকেটে লড়বে তামিম ইকবালের আবাহনী লিমিটেড ও মাহমুদুল্লাহ রিয়াদের শেখ জামাল। নিজেদের প্রথম ম্যাচেই দুই দল বড় জয় তুলে নিয়েছে। মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নেয় তামিম বাহিনী। আর কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় রিয়াদের শেখ জামাল।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে মাঠে নামবে মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্র ও ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। মাশরাফিরা নিজেদের প্রথম ম্যাচে হারের স্বাদ নিলেও জয় পেয়েছিল দোলেশ্বর। রাজিন সালেহর ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে তারা জিতেছিল ৮ উইকেটে ব্যবধানে।
দিনের অপর ম্যাচটি হবে বিকেএসপির তিন নম্বর মাঠে। সেখানে ক্রিকেট কোচিং স্কুল লড়বে গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে দুটি দলই পরাজয়ের স্বাদ নেয়।
এবারের লিগে অংশগ্রহণকারী দলগুলো হলো- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, কলাবাগান ক্রিকেট একাডেমি, ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান স্পোর্টিং ক্লাব, লিজেন্ডস অব রুপগঞ্জ, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী লিমিটেড, কলাবাগান ক্রীড়া চক্র, ক্রিকেট কোচিং স্কুলের ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০১৬
এমআর