ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

ব্যাট হাতেই জবাব দিলেন নাসির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, এপ্রিল ২৬, ২০১৬
ব্যাট হাতেই জবাব দিলেন নাসির ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় দলে সময়টা ভালো যাচ্ছে না নাসির হোসেনের। পারফর্ম করার সুযোগই পাচ্ছেন না।

স্কোয়াডে থাকলেও একাদশে রাখা হচ্ছিলো  না ‘মি: ফিনিশার’ খ্যাত এই ক্রিকেটারকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে মূলপর্বে খেলতে পারেননি একটি ম্যাচও। হয়তো তাতে  এতদিন আক্ষেপে পুড়েছেন নাসির। ম্যাচ খেলার অপেক্ষায় থাকা জাতীয় দলের ক্রিকেটার নাসির জবাবটা দিলেন ঘরোয়া লিগের ম্যাচে।

 

প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথমবার ব্যাট হাতে নেমেই খেললেন ৭৫ বলে ৯৭ রানের ঝোড়ো ইনিংস। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে নাসিরের ব্যাটে ভর করে প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে ২৮৭ রান।
 
মিরপুরে নাসিরের মতো নাইনটিজে গিয়ে আউট হয়েছেন আবাহনীর ওপেনার তামিম ইকবাল। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৯১ বলে ১১ চারে ৯০ রানের ইনিংস খেলে আউট হন এ বাঁহাতি ওপেনার। তামিমের ব্যাটে ৫০ ওভারে ৪ উইকেটে ২৮৭ রানের লড়াকু সংগ্রহ গড়েছে তারা।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।