ঢাকা: পাকিস্তানে চলমান ন্যাশনাল ওয়ানডে কাপের বিরতিতে ফয়সলাবাদের একটি বিচিত্রা অনুষ্ঠানে গিয়েছিলেন উমর আকমলসহ আরও চার পাকিস্তানি ক্রিকেটার। আর অনুষ্ঠানে গিয়ে গণ্ডগোল পাকানোর অভিযোগে দেশটির ক্রিকেট বোর্ড থেকে শাস্তির মুখোমুখি হতে পারেন এই পাঁচ ক্রিকেটার।
জানা যায় চার সতীর্থকে গাড়িতে নিয়ে ফয়সলাবাদের অনুষ্ঠানটিতে যোগ দেন উমর আকমল। তার সঙ্গে ছিলেন বিলওয়াল ভাট্টি, ওয়াইজ জিয়া, মোহাম্মদ নওয়াজ ও শহীদ ইউসুফ।
সেখানে এক নর্তকীকে আকমল তার নিজের পছন্দের একটি গানের তালে দ্বিতীয়বার নাচতে বলেন। কিন্তু, তার অনুরোধ মানেনি আয়োজক কর্মীরা। তাতে অনুষ্ঠানস্থলেই ক্ষেপে উঠেন আকমল ও তার সতীর্থরা।
কথা কাটাকাটির এক পর্যায়ে আয়োজকদের সঙ্গে পাকিস্তানি এই পাঁচ ক্রিকেটার হাতাহাতিতেও লিপ্ত হন।
পরিস্থিতি ঘোলাটে হলে গাড়ি করেই এই পাঁচ ক্রিকেটার দ্রুত সেই এলাকা ত্যাগ করেন। বোর্ডের একটি সূত্র থেকে জানানো হয়, এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে নালিশ এসেছে। পাঁচ ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত করেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগেও নিষিদ্ধ হওয়া নাচের অনুষ্ঠানে যোগ দিয়ে সমালোচতি হয়েছিলেন আকমল। সেখানে পুলিশের তল্লাশিতে ধরাও পড়েন তিনি।
এ প্রসঙ্গে মুখ খুলে আকমল পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের রিপোর্টারকে জানান, আপনারা আমার ক্রিকেটের স্কিল নিয়ে, পারফর্ম নিয়ে কিছু বলুন বা লিখুন। তাতে আমার সমস্যা নেই। কিন্তু, আপনারা কেন আমার ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করবেন? এটা ঠিক হচ্ছেনা।
বিতর্কিত সব সিদ্ধান্তের কারণে বারবার সংবাদের শিরোনাম হন আকমল। নিজের বিয়ের অনুষ্ঠানে পাঞ্জাব সরকারের আইন ভেঙে সমস্যায় পড়েছিলেন তিনি। লাহোরের রাস্তায় ট্রাফিক পুলিশের সঙ্গে ঝামেলা পাকিয়ে সমালোচিত হন তিনি। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে গোপনে দেশটির কিংবদন্তি ক্রিকেটার ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইমরান খানের কাছে নিজের ব্যাটিং অর্ডার নিয়ে গোপনে সুপারিশ করার জন্য গিয়েছিলেন। যা পরে গোপনে ধারণকৃত ভিডিও ফুটেজে ছড়িয়ে পরেছিল।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৬
এমআর