ঢাকা: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে ঘরের মাঠে ৩৪ রানে (ডাকওয়ার্থ লুইস মেথডে) হেরেছে ডেভিড ওয়ার্নারের দল।
বল হাতে এ ম্যাচে দলকে জেতাতে পারেননি মুস্তাফিজুর রহমান। হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ২ ওভারে ২১ রান খরচ করেন মুস্তাফিজ।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পুনের দলপতি মহেন্দ্র সিং ধোনি। আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে হায়দ্রাবাদ তোলে ১১৮ রান। জবাবে, ১১ ওভারে তিন উইকেট হারিয়ে ৯৪ রান তোলে পুনে। এরপরই বৃষ্টি আরম্ভ হলে বল আর মাঠে গড়ায়নি। তাতে ডিএল মেথডে ৩৪ রানে এগিয়ে থেকে জয় তুলে নেয় পুনে। ষষ্ঠ ম্যাচ খেলা হায়দ্রাবাদের এটি তৃতীয় পরাজয়। নিজেদের প্রথম দুটি ম্যাচে হারলেও মুস্তাফিজের দলটি পরের তিনটি ম্যাচেই জয় তুলে নিয়েছিল।
হায়দ্রাবাদের ইনফর্ম ব্যাটসম্যান ওপেনার ডেভিড ওয়ার্নার রানের খাতা খোলার আগেই বিদায় নেন। অশোক ডিন্ডা, রবীচন্দ্রন অশ্বিন আর মিচেল মার্শের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হায়দ্রাবাদ। স্বাগতিক হয়েও দলীয় ৩২ রানে টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারায় হায়দ্রাবাদ।
ওপেনার শিখর ধাওয়ান অপরাজিত থেকে করেন ৫৬ রান। তার ৫৩ বলের ইনিংসে ছিল মাত্র দুটি চার আর একটি ছক্কা। আদিত্য তারে ৮, ইয়ন মরগান ০, দীপক হুদা ১, হেনরিকস ১, বিপুল শর্মা ৫ রান করে বিদায় নেন। পরে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন কেবল নোমান ওঝা (১৮) ও ভুবনেশ্বর কুমার (২১)। ভুবনেশ্বর ৮ বলে তিনটি চার আর একটি ছক্কা হাঁকান।
পুনের হয়ে ডিন্ডা ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে নেন তিনটি উইকেট। ৪ ওভারে ১৪ রান খরচ করে দুটি উইকেট পান মার্শ। ৪ ওভারে ১৪ রান খরচ করে একটি উইকেট তুলে নেন অশ্বিন।
১১৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় পুনে। ওপেনার আজিঙ্কা রাহানেকে সাজঘরে পাঠান প্রথম ওভার করতে আসা ভুবনেশ্বর কুমার। এরপর জুটি গড়েন ফাফ ডু প্লেসিস ও স্টিভেন স্মিথ। ৮০ রান যোগ করে দলকে জয়ের পথে নেন তারা। দশম ওভারে ডু প্লেসিস ২১ বলে ৩০ রান করে বিদায় নেন। ধোনি ৫ রান করে সাজঘরে ফেরেন। এরপরই বৃষ্টি শুরু হয়।
১১ ওভারে ৯৪ রান করে হায়দ্রাবাদের বিপক্ষে ডিএল মেথডে এগিয়ে থাকায় জয় পায় ধোনির পুনে।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৬
এমআর