ঢাকা: বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশিয় ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে আয়ারল্যান্ড। আগামী বছর মে মাসে তিন জাতির এই টুর্নামেন্টে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতামূল ম্যাচে আরও বেশি ক্রিকেট খেলতে আইরিশদের এমন আয়োজন। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় নিউজ পোর্টাল ইএসপিএনক্রিকইনফো এ তথ্যটি জানায়।
আগামী বছর জুনে ইংল্যান্ডের মাটিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে। আর এক মাস আগে এমন সিরিজ খেলে উপকৃত হতে পারে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ওয়ানডে ৠাংকিংয়ের ১১ নম্বরে থাকায় চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা হয়নি আয়ারল্যান্ডের। শীর্ষ আট দল এই আসরে অংশ নেবে।
এ ব্যাপারে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডেউটরম বলেন, আগে বিশ্ব কাপের চার বছরের মধ্যে আমরা নয় থেকে ১০টি ম্যাচ খেলতাম। তবে এখন প্রতি বছরই ১০টির মতো ম্যাচ খেলার চেষ্টা করবো। ’
আইরিশরা ওয়ানডেতে এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে সাতটি ম্যাচ খেলেছে। যেখানে পাঁচটিতে জয় তুলে নিয়েছে টাইগাররা। অন্যদিকে নিউজিল্যান্ডে মুখোমুখি হয়ে দু’বার। আর দু’বারই জয় পেয়েছে কিউইরা।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ২৭ এপ্রিল, ২০১৬
এমএমএস