ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের ব্যর্থতার ম্যাচে মুম্বাইয়ের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
সাকিবের ব্যর্থতার ম্যাচে মুম্বাইয়ের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: কলকাতার হয়ে ব্যাট হাতে আবারো ব্যর্থ সাকিব আল হাসান। বল হাতেও সফল ছিলেন না এই স্পিনার।

৪ ওভারে ৩০ রান খরচায় একটি উইকেট নিয়েছেন। চলমান আইপিএলের ২৪তম ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে সাকিবের কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ ও স্বাগতিক হিসেবে খেলতে নামা মুম্বাই ইন্ডিয়ান্স।

 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে গৌতম গম্ভীরের কলকাতা ১৭৪ রান সংগ্রহ করে। জবাবে, রোহিত শর্মার মুম্বাই ১৮ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে।

 

কলকাতার দুই ওপেনার রবিন উথাপ্পা আর দলপতি গৌতম গম্ভীর এ ম্যাচের দারুণ শুরু করেন। উদ্বোধনী জুটিতে ৬৯ রান করতে উথাপ্পা ২০ বলে ৩৬ আর গম্ভীর ৪৫ বলে ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করেন। তিন নম্বরে নামা সাকিব ৪ বলে একটি বাউন্ডারিতে ৪ রান করে বিদায় নেন।

চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ইনফর্ম ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ১৭ বলে করেন ২১ রান। ১৬ বলে ২২ রানের ইনিংস খেলেন ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল। এছাড়া, ক্রিস লিন ১০ বলে ১০ আর ইউসুফ পাঠান ৮ বলে চারটি চারের সাহায্যে ১৯ রান করে অপরাজিত থাকেন।

মুম্বাইয়ের হয়ে দুটি উইকেট নেন টিম সাউদি। এছাড়া একটি করে উইকেট দখল করেন ম্যাকক্লেনাঘেন, হরভজন সিং ও হারদিক পান্ডে। কোনো উইকেটের দেখা পাননি জাসপ্রিত বুমরাহ ও ক্রুনাল পান্ডে।

১৭৫ রানের টার্গেটে খেলতে নেমে মুম্বাইয়ের ওপেনার পার্থিব প্যাটেল ১ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা আম্বাতি রাইডু খেলেন ৩২ রানের ইনিংস। সাকিবের বলে বিদায় নেওয়ার আগে তিনি ২০ বলে ৫টি চারের পাশাপাশি একটি ছক্কা হাঁকান।

ক্রুনাল পান্ডে ৬ ও জস বাটলার ১৫ রান করে বিদায় নেন। আরেক ওপেনার রোহিত শর্মা করেন ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৬৮ রান। তার ৪৯ বলের ইনিংসে ছিল ৮টি চার আর দুটি ছক্কার মার। তবে, রোহিতের থেকেও বড় ঝড় তোলেন ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ড। মাত্র ১৭ বল খেলে তিনি ৫১ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল দুটি বাউন্ডারির পাশাপাশি ৬টি ওভার বাউন্ডারি।

১৮ ওভার ব্যাট করেই জয় তুলে নেয় মুম্বাই।

কলকাতার হয়ে উমেষ যাদব ও সাকিব একটি করে উইকেট পেলেও ৪ ওভারে ২২ রান খরচায় দুটি উইকেট দখল করেন সুনীল নারাইন।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ২৯ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।