ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

মোহামেডান-রুপগঞ্জ ম্যাচ রিজার্ভ ডে’তে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, মে ২, ২০১৬
মোহামেডান-রুপগঞ্জ ম্যাচ রিজার্ভ ডে’তে ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: রোববারের বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী থাকায় ফুতল্লায় মোহামেডান ও লিডেন্ড অব রুপগঞ্জের মধ্যকার ম্যাচ আজ (০২ মে) আর মাঠে গড়াচ্ছে না। রিজার্ভ ডে থাকায় ম্যাচটি মঙ্গলবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

 

সোমবার (২ এপ্রিল) ফতুল্লায় তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল মুশফিকুরের মোহামেডান ও মোশাররফ হোসেন রুবেল’র লিজেন্ড অব রুপগঞ্জ।

 

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসরে এই প্রথম বৃষ্টির বাগড়ায় কোন ম্যাচ নির্ধারিত দিনে অনুষ্ঠিত হলো না। বৃষ্টিতে মাঠ এতটাই অনুপযোগী ছিল যে, টস পর্যন্ত মাঠে গড়ায় নি।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারে আসরে দুই ম্যাচের একটি জয় ও একটি হার থলিতে পুড়েছে মোহামেডান। অপরদিকে লিজেন্ড অব রুপগঞ্জ দুই ম্যাচের একটিতে জয় ও একটিতে ড্র করেছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘন্টা, ০২ এপ্রিল ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।