ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাসেল-পাঠান ঝড়ে কোহলি-গেইলদের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, মে ৩, ২০১৬
রাসেল-পাঠান ঝড়ে কোহলি-গেইলদের হার ছবি: সংগৃহীত

ঢাকা: আইপিএলের ৩০তম ম্যাচে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছে গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স। তারকা সমৃদ্ধ বেঙ্গালুরুকে ৫ উইকেটে হারায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়া খেলতে নামা কলকাতা।

বেঙ্গালুরুর মাঠে স্বাগতিকরা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে। জবাবে, ইউসুফ পাঠানের ব্যাটিং ঝড়ে আর আন্দ্রে রাসেলের দুর্দান্ত ইনিংসের সুবাদে ১৯.১ ওভারে জয় তুলে নেয় কলকাতা।

আগে ব্যাট করা বেঙ্গালুরুর হয়ে ওপেনিংয়ে নামেন ছুটি কাটিয়ে আসা সদ্য বাবা হওয়া ক্রিস গেইল এবং লোকেশ রাহুল। গেইল ৭ রান করে বিদায় নিলেও রাহুল করেন ৩২ বলে ৫২ রান।

তিন নম্বরে নেমে দলপতি কোহলি ৪৪ বলে ৫২ রান করে বিদায় নেন। এবিডি ভিলিয়ার্স ব্যক্তিগত ৪ রান করে সাজঘরে ফেরেন। শেন ওয়াটসন রাআউট হওয়ার আগে ২১ বলে করেন ৩৪ রান। শচীন বেবি ৮ বলে ১৬ আর স্টুয়ার্ট বিন্নি ৪ বলে ১৬ রান করেন।

কলকাতার হয়ে দুটি করে উেইকেট নেন মরনে মরকেল ও পিযুষ চাওলা। সুনীল নারাইন কোনো উইকেট না পেলেও একটি করে উইকেট দখল করেন আন্দ্রে রাসেল ও উমেস যাদব।

১৮৬ রানের টার্গেটে নেমে কলকাতার ওপেনার রবিন উথাপ্পা ১ রান করে আউট হন। আরেক ওপেনার দলপতি গম্ভীর ২৯ বলে ৩৭ রান করে বিদায় নেন।

ক্রিস লিন ১৫ আর মনিশ পান্ডে ৮ রান করে সাজঘরে ফেরেন। এরপর জুটি গড়েন আন্দ্রে রাসেল আর ইউসুফ পাঠান। রাসেল ২৪ বলে একটি চার আর চারটি ছক্কায় করেন ৩৯ রান। ইউসুফ পাঠান মাত্র ২৯ বল মোকাবেলা করে ৬টি চার আর ৩টি ছক্কায় ৬০ রান করে অপরাজিত থাকেন।

১৯.১ ওভার ব্যাট করেই জয়ের বন্দরে পৌঁছে কলকাতা।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ০৩ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।