ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোহামেডানের স্পিনেই শেষ গাজী গ্রুপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মে ৬, ২০১৬
মোহামেডানের স্পিনেই শেষ গাজী গ্রুপ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তৃতীয় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চতুর্থ রাউন্ডের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭ উইকেটে হারিয়েছে মুশফিকুর রহিমের দল।

এর ফলে চার ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলে আবাহনী ও প্রাইম ব্যাংকের পাশে বসলো মোহামেডান। তিন দলেরই পয়েন্ট ৬।

 

মোহামেডানের জয়কে এদিন সহজ করে দেন স্পিনাররা। গাজী গ্রুপকে ১৪১ রানে অলআউট করে জয়ের পথ রচনা করেন তিন স্পিনার এনামুল হক জুনিয়র, নাঈম ইসলাম জুনিয়র ও হাবিবুর রহমান। এনামুল ও নাঈম নেন চারটি করে উইকেট। দুটি উইকেট নেন হাবিবুর।

১৪২ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩১.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মোহামেডান। দলের পক্ষে শ্রীলঙ্কান ব্যাটসম্যান উপল থারাঙ্গা সর্বোচ্চ ৪৭ রান করেন। ওপেনার সৈকত আলীর ব্যাট থেকে আসে ৪২ রান। আরিফুল হক ২৫ ও নাঈম ইসলাম ১৮ রানে অপরাজিত থাকেন।

মোহাম্মদ শরিফ, সাজেদুল ইসলাম ও অলক কাপালি নেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে মোহামেডানের স্পিনে দিশেহারা হয়ে পড়ে গাজী গ্রুপ। মোহামেডানের তিন স্পিনারের ঘূর্ণিতে ৩৭.১ ওভারে ১৪১ রানে অলআউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

অলক কাপালি ছাড়া কেউই উইকেটে থিতু হতে পারেননি। ইনিংসের সর্বোচ্চ ৪৮ রানে আসে কাপালির ব্যাট থেকে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ০৬ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।