ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

যৌন হয়রানির অভিযোগে বিসিবি কর্মচারীকে অব্যাহতি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, মে ৮, ২০১৬
যৌন হয়রানির অভিযোগে বিসিবি কর্মচারীকে অব্যাহতি

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে যৌন হয়রানির শিকার হয়েছেন এক নারী পরিচ্ছন্নতা কর্মী! বিসিবির হিসাব বিভাগের কর্মচারী সাইদুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানির এ অভিযোগ উঠেছে।

 

ন্যাক্কারজনক এ ঘটনায় ইতোমধ্যে সাইদুর রহমানকে তার কাজ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিসিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

এ বিষয়ে তিনি বলেন, আসল ঘটনা জানার চেষ্টা চলছে। সমস্যা হলো, যিনি ভিকটিম তিনি তো এ বিষয়ে কোনো অভিযোগ করেননি। কিন্তু তারপরও যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

জানা যায়, সাইদুর রহমান বিসিবির হিসাব বিভাগের একজন কর্মকর্তা। আর ওই নারী ঝাড়ুদার হিসেবে কাজ করেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে। কিছুদিন আগে সাইদুরের যৌন হয়রানির শিকার হন ওই নারী। শনিবার (০৭ মে) সেটি প্রকাশ পায়। তবে সাইদুরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেননি ওই পরিচ্ছন্নতা কর্মী।

একটি সূত্র জানায়, দু’জনের মধ্যে ভালো সম্পর্কই ছিল। তবে নির্দিষ্ট একটি দিনের ঘটনায় বিষয়টি সবার সামনে আসে। ঘটনাটি বিশদভাবে জানার চেষ্টা করছে বিসিবি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ০৮ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।