ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজি ‘এ’ দলের হয়ে ফিরছেন কামিন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মে ১০, ২০১৬
অজি ‘এ’ দলের হয়ে ফিরছেন কামিন্স প্যাট কামিন্স-ছবি:সংগৃহীত

ঢাকা: চোটের কারণে বেশ কিছুদিন ধরে মাঠে বাইরে রয়েছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্যাট কামিন্স। তবে আসছে আগস্টে অজি ‘এ’ দলের হয়ে খেলায় ফিরছেন তিনি।

কুইন্সল্যান্ডে অস্ট্রেলিয়ার ‘এ’ দলের ২৪ সদস্যের তালিকায় রাখা হয়েছে ডানহাতি এ বোলারকে।

কামিন্সের সঙ্গে আরও সুযোগ পেয়েছেন ম্যাট রেনসশো, স্যাম হেজলেট, অ্যালেক্স রস, টারভিস ডিন, কারটিস প্যাটারসন ও জাতীয় দলের কোচ ড্যারেন লেহম্যানের ছেলে জ্যাক লেহম্যান।

জুলাইয়ের ৩০ থেকে আগস্টের ৯ পর্যন্ত ব্রিসবেন ও টাউনসভিলে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলবে অজি ‘এ’ দল। এছাড়া চার দলকে নিয়ে অনুষ্ঠিত হবে একটি ওয়ানডে টুর্নামেন্ট। এতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ছাড়াও খেলবে ন্যাশনাল পারফরম্যান্স স্কোয়াড ও দল ঠিক না করা একটি টিম।

কামিন্সকে ওয়ানডে টুর্নামেন্টে খেলানোর আশা করা হচ্ছে। তবে এ ক্ষেত্রে তাকে পুরোপুরি সুস্থ হতে হবে। গত বছরের সেপ্টেম্বরে তিনি ইনজুরিতে পড়েন। কামিন্স ২০১৫ বিশ্বকাপ জয়ী অজি দলের সদস্য ছিলেন। আর অজি দলের চুক্তিগত ক্রিকেটারও তিনি।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ১০ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।