ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

২০১৯ বিশ্বকাপের শঙ্কায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, মে ১০, ২০১৬
২০১৯ বিশ্বকাপের শঙ্কায় বাংলাদেশ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ইংল্যান্ডে ২০১৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১০ দল নিয়ে। এতে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেসব দল ৠাংকিংয়ের শীর্ষ আটে থাকবে তারা সুযোগ পাবে সরাসরি।

আর বাকি দুটি দলকে বাছাই পর্ব খেলে মূল আসরে আসতে হবে।

বর্তমান ওয়ানডে ৠাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৭। যেখানে টাইগারদের রেটিং পয়েন্ট ৯৮। ৮৮ পয়েন্ট নিয়ে ৮’য়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ আর ৮৭ পয়েন্ট নিয়ে ৯’য়ে রয়েছে পাকিস্তান। ৠাকিংয়ের বর্তমান হিসেব মতে বিশ্বকাপ খেলাটা বাংলাদেশের জন্য সহজই মনে হচ্ছে।

তবে সমস্যাটা হচ্ছে মাঝের এই সময় তিনটি দলের ওয়ানডে ম্যাচ নিয়ে। কারণ ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যারিবীয়রা খেলবে অন্তত ১৯টি ওয়ানডে অন্যদিকে পাকিস্তান খেলবে অন্তত ২১টি ওডিআই। যেখানে টাইগারদের খেলার কথা রয়েছে মাত্র ছয়টি ম্যাচে।

এ সময় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান আবার খেলবে ৠাংকিংয়ের ওপরের সারির দলগুলোর বিপক্ষে। ফলে তাদের বিপক্ষে জয় পাওয়া মানে রেটিং পয়েন্টে অনেক বেশি অর্জন। সেই অর্থে পিছিয়ে থাকছে মাশরাফিরা।

এদিকে এ নিয়ে অবশ্য চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ ইতোমধ্যেই আগামী বছরের মে মাসে আয়ারল্যান্ডে নিউজিল্যান্ড ও স্বাগতিক দেশটির সঙ্গে ত্রিদেশিয় টুর্নামেন্ট খেলবে চন্ডিকা হাতুরুসিংহের শিষ্যরা। ফলে টুর্নামেন্টে অন্তত চারটি ম্যাচ খেলতে পারছে টাইগাররা। এছাড়া বিসিবি অন্যদেশ গুলোর বিপক্ষে দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ খেলার চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ১০ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।