ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রিয়াদের ‘ডাবল সেঞ্চুরি’র ম্যাচে শতক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মে ১০, ২০১৬
রিয়াদের ‘ডাবল সেঞ্চুরি’র ম্যাচে শতক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডে বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে নামার আগে শেখ জামাল দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন। শতক হাঁকিয়েই মাইলফলকের ম্যাচটি উদযাপন করেছেন টাইগার এই অলরাউন্ডার।

 

ডিপিএলের মঙ্গলবারের (১০ মে) ম্যাচে রাজিন সালেহের ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে মাঠে নামে রিয়াদের শেখ জামাল।

আগে ব্যাট করা জামালের হয়ে চার নম্বরে ব্যাট হাতে নামেন রিয়াদ। দলীয় ৩৪ রানের মাথায় দলের দুই ওপেনার ফিরে গেলে মার্শাল আইয়ুবকে নিয়ে জুটি গড়েন রিয়াদ। তৃতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান দলের স্কোরবোর্ডে আরও ২০৩ রান যোগ করেন।

মার্শাল আইয়ুব দলীয় ২৩৭ রানের মাথায় ফিরে গেলেও তার আগে শতক হাঁকান। ১১৫ বল মোকাবেলা করে ১২টি চারের সাহায্যে তিনি ১০৩ রান করেন।

চার রাউন্ড শেষ হয়ে গেলেও বড় ইনিংস খেলতে না পারার আক্ষেপ থাকায় নিজের মাইলফলকের ম্যাচটিই হয়তো বেছে নিয়েছেন রিয়াদ। লিস্ট ‘এ’ ক্রিকেট ক্যারিয়ারে এটিই ছিল রিয়াদের ২০০তম ম্যাচ। আর এ ম্যাচেই ১৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন টাইগার অলরাউন্ডার। ১৩৯ বলে ৮টি চার আর ৫টি ছক্কায় তিনি তার ইনিংস সাজান।

এর আগে চার রাউন্ডে ব্যাট হাতে রিয়াদের ইনিংস ছিল ৩৭, ২৪, ২৭ আর অপরাজিত ২১ রানের। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এর আগে চারটি শতক আর ২৮টি অর্ধশতকের দেখা পেয়েছিলেন।

বিকেএসপিতে রিয়াদ ও আইয়ুবের শতকে ভর করে শেখ জামাল ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ১০ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।