ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধোনির বিকল্প ভাবুন: গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মে ১০, ২০১৬
ধোনির বিকল্প ভাবুন: গাঙ্গুলি ছবি: সংগৃহীত

ঢাকা: এবারের আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টস দলটিকে নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন কুল খ্যাত মহেন্দ্র সিং ধোনি। তবে, দশ ম্যাচে তিনটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা পুনের দলপতির সমালোচনাটাও কম হচ্ছেনা।

 

সেই সমালোচনায় যোগ না দিলেও ধোনির অধিনায়কত্বের বিকল্প ভাবার অনুরোধ জানিয়েছেন ভারতের সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলি। টিম ইন্ডিয়ার দলপতি হিসেবে বিকল্প কাউকে ভাবার জন্য বোর্ডের কর্মকর্তাদের অনুরোধ করেন গাঙ্গুলি।

টেস্ট ছেড়ে দিলেও ধোনি এখনও টি-টোয়োন্টি আর ওয়ানডে দলের দায়িত্ব পালন করছেন। ভারতের সাদা পোশাকের নেতৃত্ব ভার উঠেছে বিরাট কোহলির কাঁধে। তবে, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতকে কে নেতৃত্ব দেবেন-এমন প্রশ্ন সৌরভের। তিনি এটাও স্মরণ করিয়ে দেন, ঘরের মাঠেও ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি।

গাঙ্গুলি জানান, প্রতিটি বিশ্বসেরা দলের অধিনায়ক নিয়ে একটি ভবিষ্যৎ পরিকল্পনা থাকে। আমার প্রশ্ন হলো ভারতের নির্বাচকরা আর কতো দিন ধোনিকে জাতীয় দলের দায়িত্বে রাখবেন? তিন-চার বছর পরেও কি তারা ধোনিকে দিয়েই দলের নেতৃত্ব দেওয়াতে চান?

ভারতের সাবেক এই দলপতি আরও যোগ করেন, ধোনি সত্যিই অসাধারণ একজন ক্রিকেটার। বর্তমানে অধিনায়ক হিসেবে তার তুলনা নেই। কিন্তু, ভবিষ্যতের প্রশ্ন যখন উঠছে, তখন ধোনিকে নিয়ে আর না ভাবাই উচিৎ। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে কি তাকে দলের নেতৃত্বে রাখা যায়? আমি মন থেকেই চাই না ধোনি এখনই ক্রিকেটকে বিদায় বলুক। ক্রিকেটের শর্ট ফরমেটে সে দারুণ করছে। ২০১৯ সালে হয়তো ধোনিকে ক্রিকেট ছেড়ে দিতে হবে। তাহলে কেন এখন থেকেই ধোনির বিকল্প খুঁজে বের করা হচ্ছেনা?

গাঙ্গুলির মতে ধোনির উত্তরসূরি হিসেবে বিরাট কোহলিই যোগ্য। ইতোমধ্যেই তিনি দলপতি হিসেবে নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন বলে মনে করেন গাঙ্গুলি।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ১০ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।