ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে পূর্ণ শক্তির আইরিশ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, জুলাই ২৯, ২০১৬
পাকিস্তানের বিপক্ষে পূর্ণ শক্তির আইরিশ দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট। আগামী মাসের ১৮ ও ২০ তারিখ স্বাগতিক হিসেবে সফরকারী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে আইরিশরা।

উইলিয়াম পোর্টারফিল্ডের নেতৃত্বে খেলবে আইরিশরা। আফগানিস্তানের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া সিরিজে স্কোয়াডে ছিলেন না নিয়াল ও’ব্রেইন এবং ক্রেইগ ইয়ং। বয়েড র্যানকিনের সঙ্গে ইনজুরি কাটিয়ে পিরেছেন তারা দু’জনই। র্যানকিন ছিলেন না কাউন্টিতে ওয়ারউইকশায়ারের সঙ্গে চুক্তি খেলতে যাওয়ার কারণে।

ডাবলিনে নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে জায়গা হয়নি বাঁহাতি স্পিনার জর্জ ডকরেলের। স্কোয়াডে আছেন আফগানদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করা এড জয়েস। কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলা এড জয়েস সবশেষ সিরিজের চার ইনিংসে ৩৩৯ রান করেন। কেভিন ও’ব্রেইনকেও স্কোয়াডে রাখা হয়েছে। তিনি সবশেষ সিরিজের চার ইনিংসে আইরিশদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার (১৪৫ রান) ছিলেন।

এ মুহূর্তে পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত সময় কাটাচ্ছে। সিরিজ শেষেই তারা স্কোয়াড ঘোষণা করবে।

আয়ারল্যান্ড দল:
উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), জন এন্ডারসন, পিটার চেজ, এড জয়েস, টিম মুরতাগ, এন্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও’ব্রেইন, নিয়াল ও’ব্রেইন, স্টুয়ার্ট পয়েন্টার, বয়েড র্যানকিন, পল স্টারলিং, গ্যারি উইলসন এবং ক্রেইগ ইয়ং।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।