ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনা ছিল আকিব জাভেদকে মাশরাফি-মোস্তাফিজদের বোলিং কোচ করার। কিন্তু দীর্ঘমেয়াদে কোচের দায়িত্ব নিয়ে আসতে রাজি হননি তিনি।
এইচপি স্কোয়াডের ১২ পেসারকে নিয়ে কাজ করতে ১০ দিনের জন্য ঢাকায় আসলেন আকিব। তবে পেসারদের নিয়ে তিনি কাজ করবেন ৭ দিন। বিকেলে দুবাই থেকে সরাসরি ঢাকায় আসেন পাকিস্তানি এই সাবেক পেসার।
এইচপি’র পেসারদের নিয়ে কাজ করার ফাঁকে তাসকিন, রুবেল, শফিউল, মাশরাফিদের নিয়েও কাজ করবেন তিনি।
হিথ স্ট্রিক চলে যাওয়ার পর শূন্যই রয়েছে বাংলাদেশের বোলিং কোচের পদটি। প্রথম দিকে আকিব জাভেদের নাম আসলেও সে সময় তিনি জানিয়ে দেন তার অনাগ্রহের কথা। কারণ হিসেবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব নেয়ার কথা বিসিবিকে জানান তিনি।
আকিব জাভেদ ছাড়াও জাতীয় দলের জন্য বিসিবির পছন্দের তালিকায় ছিলেন শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস, চম্পকা রামানায়েকে ও ভারতের ভেঙ্কটেশ প্রসাদ।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৬
এমআরপি