ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মানসিকভাবে প্রস্তুত মোস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
মানসিকভাবে প্রস্তুত মোস্তাফিজ

ঢাকা: শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতেই হচ্ছে মোস্তাফিজুর রহমানের কাঁধে। অস্ত্রোপচার ইংল্যান্ডে হবে, না অস্ট্রেলিয়ায় করানো হবে এ নিয়ে আগামী সোমবার সিদ্ধান্ত নেবে বিসিবি।

ভবিষ্যতের ঝুঁকি এড়াতে দ্রুততম সময়ের মধ্যেই শল্যবিদের ছুরি-কাঁচির নিচে বসতে হবে কাটার মাস্টারকে। এ জন্য মোস্তাফিজ নাকি মানসিকভাবে প্রস্তুতিও নিয়েছেন।

শনিবার (৩০ জুলাই) মিরপুরে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে এ প্রসঙ্গে জানান, তাকে (মোস্তাফিজ) কখন, কোন ডাক্তারকে দেখানো হচ্ছে, ডাক্তার কী বলছে সে সবকিছুই জানে। এ জন্য (অস্ত্রোপচার) সে মানসিকভাবে কিছুটা প্রস্তুতও রয়েছে। ’

মোস্তাফিজের অস্ত্রোপচারের আগে বিসিবি থেকে একজন ফিজিও পাঠানো হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। অস্ত্রোপচারের কয়েকদিন পরই দেশে ফিরে আসবেন বলে জানান তিনি। এরপর শুরু হবে মোস্তাফিজের রিহ্যাব (পুনর্বাসন প্রক্রিয়া)। এ ব্যাপারে জালাল ইউনুস বলেন, ‘যে হাসপাতালে চিকিৎসা হবে তারাই মোস্তাফিজের যত্ন নেবে। বড় কথা হচ্ছে তাকে কয়েকদিন পরই ছেড়ে দেয়া হবে। তবে, তার রিহ্যাব বাংলাদেশেই হবে। এখানে আমরা কিভাবে কেয়ার নেব সেটা গুরুত্বপূর্ণ। যে দেশেই মোস্তাফিজের অপারেশন হোক আমরা একজন ফিজিও সেখানে পাঠাবো। ’

নিজের সেরাটা খেলার প্রত্যয় নিয়েই কাউন্টি ক্লাব সাসেক্সে যোগ দেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি ব্লাস্টে মোস্তাফিজের অভিষেক হয় স্বপ্নের মতোই।   এসেক্সের বিপক্ষে ওই ম্যাচে একাই চার উইকেট নেন এ তরুণ। সারের বিপক্ষে নিজের  দ্বিতীয় ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েন মোস্তাফিজ।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।