ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগার পেসারদের গতি বাড়ানোর চ্যালেঞ্জ আকিবের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
টাইগার পেসারদের গতি বাড়ানোর চ্যালেঞ্জ আকিবের ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করতে সাতদিনের জন্য ঢাকায় এসেছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। শনিবার (৩০ জুলাই) মিরপুরের একাডেমি মাঠে এইচপি (হাই পারফরম্যান্স) ক্যাম্পে পেসারদের নিয়ে প্রথম দিনের সেশন শেষে আকিব জাভেদ মুখোমুখি হন সংবাদমাধ্যমের।

পেসারদের ঘণ্টা প্রতি গতি ৫-৬ কিলোমিটারে উন্নীত করার লক্ষ্যের কথা জানান তিনি।

এ জন্য বোলারের রানআপ, ডেলিভারি, বল ছাড়ার পর দুই হাতের অবস্থান ও মানসিক দিকগুলো নিয়ে কাজ করবেন পাকিস্তানি এ পেসার। এ ব্যাপারে আকিব জাভেদ জানান, ‘বোলারদের গতি ৫-৬ কিলোমিটার বাড়াতে যে সকল প্রক্রিয়া রয়েছে আমি তা শেখাবো। এজন্য প্রয়োজনীয় দিকগুলো আমি ধরিয়ে দেব। তিনটি জিনিশ খুব গুরুত্বপূর্ণ-এজকজন পেসারের মানসিক দিক, টেকনিক ও টেকটিস। ’

এই স্বল্প সময়ে বোলারদের কতটা শেখানো সম্ভব এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছয়দিন খুব কম সময় না। আর আমাকে একবারে প্রথম থেকে শুরু করতে হবে না। বোলিংয়ে ভালো করার নির্দিষ্ট কিছু প্রক্রিয়া আছে। আমি এই সময়ে বোলারদের এই সব প্রক্রিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেব, যাতে তারা তাদের বোলিংয়ে গতি বাড়াতে পারে। ’

পাকিস্তান দল সবসময়ই ভালোমানের পেসার নিয়ে মাঠে নেমেছে। পাকিস্তানে এতো পেস ট্যালেন্ট উঠে আসার ব্যাপারে আকিবের মত, ‘পেস বোলারদের রোল মডেল থাকা জরুরি। পাকিস্তানে ইমরান খান ছিলেন রোল মডেল। এজন্য অনেক প্রতিভাবান পেসার উঠে এসেছে। আগে বাংলাদেশে আদর্শ কোনো ফাস্ট বোলার ছিল না। এখন তাসকিন, রুবেল, মোস্তাফিজরা ভালো করছে। এদের দেখাদেখি সামনে বাংলাদেশেও ফাস্ট বোলার তৈরি হবে। ’

প্রথম দিন আকিব জাবেদ এইচপি ও জাতীয় দলের বোলারদের ছাড়াও দেশি কোচ সরোয়ার ইমরান, মিজানুর রহমান ও মাহবুব জ্যাকির সঙ্গেও কথা বলেন। এইচপি ক্যাম্পের পেসারদের পাশাপাশি জাতীয় দলের পেসার মাশরাফি-তাসকিন-রুবেল-শফিউলদের নিয়েও কাজ করবেন আকিব জাভেদ।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।