ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিএলের ম্যাচ বিকেএসপি ও ফতুল্লায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
বিসিএলের ম্যাচ বিকেএসপি ও ফতুল্লায় ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: আগামী ২০ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম আসর। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লংগার ভার্সন টুর্নামেন্ট, বিসিএল দিয়েই শুরু হচ্ছে ২০১৬-১৭ মৌসুম।

মৌসুমের প্রথম আসরের ম্যাচগুলো গড়াবে ফতুল্লা ও বিকেএসপিতে।

 

সোমবার (০১ আগস্ট) টুর্নামেন্ট কমিটির সঙ্গে সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবির গ্রাউন্ডস কমিটি। অক্টোবরে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের আসন্ন ম্যাচগুলো ঢাকা ও চট্টগ্রামে হওয়ায়-এ দুটি ভেন্যুতে ম্যাচ হচ্ছে না এবার। যদিও টুর্নামেন্ট কমিটির চাওয়া ছিল এ দুটি ভেন্যুতে বিসিএলের ম্যাচ রাখার জন্য।

এ ব্যাপারে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া সংবাদমাধ্যমকে বলেন, ইংল্যান্ড সিরিজের জন্য চট্টগ্রাম ও ঢাকা রিজার্ভ রয়েছে। আপাতত আমরা বিসিএলের খেলা এ দুটো মাঠে দিতে পারবো না। সেক্ষেত্রে আমরা বিসিএলের জন্য ফতুল্লা ও বিকেএসপি’র একটি মাঠ প্রস্তুত রেখেছি।

হানিফ ভূঁইয়া আরও বলেন, ‘তৃতীয় ভেন্যু হিসেবে বগুড়াকে রাখার একটা কথা উঠেছিল। কিন্তু এ মুহূর্তে ঢাকার বাইরে স্পন্সর প্রতিষ্ঠানও যেতে চাচ্ছে না। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে বলেছি বিসিএলের জন্য মাঠগুলোকে সরেজমিনে দেখার। ফতুল্লায় ইনডোর সুবিধা বাড়ানোর নির্দেশনা দিয়েছি। ’

বিসিএলের ম্যাচগুলোর ভেন্যু এবার স্পোর্টিং করার কথা জানান হানিফ ভূঁইয়া। এ ব্যাপারে তিনি বলেন, আমি নিজে বাউন্সি উইকেট সবসময় চাই। আমি চাই এমন একটা উইকেট যেখান থেকে স্পিন বলেন, বাউন্স বলেন দুটোই যাতে বোলাররা আদায় করে নিতে পারে। আমরা মিটিং করেছি উইকেটের নির্দিষ্ট কোনো জায়গা বাউন্সির জন্য করে দেব। বাউন্সি উইকেট যখন লাগবে তখন ওই উইকেটে যেন খেলাটা হয়। স্পিন পিচের জন্য যেটা আছে সেটাও আমরা দেখছি নির্দিষ্ট করা যায় কিনা। ’

চতুর্থ আসরের মতো এবারের বিসিএলেও ডাবল লিগ পদ্ধতিতে খেলা হবে।   জোনভিত্তিক টুর্নামেন্ট হলেও ফ্রাঞ্চাইজিদের অনুরোধে দলের নামকরণে পরিবর্তন আসছে।

গত চার আসরে ওয়ালটন সেন্ট্রাল জোন, প্রাইম ব্যাংক সাউথ জোন, ইসলামী ব্যাংক ইস্ট জোন ও বিসিবি নর্থ জোন নামে দল পরিচালনা হলেও এবার থেকে ফ্রাঞ্চাইজিদের প্রতিষ্ঠানের নামে দলের নামকরণ হবে- ওয়ালটন ক্রিকেট দল, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ইসলামী ব্যাংক ক্রিকেট ক্লাব/দল ও বিসিবি ক্রিকেট দল।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।