ঢাকা: পর্যাপ্ত অবকাঠামোগত সুযোগ-সুবিধা থাকার পরও মাত্র দু’টি ইভেন্ট দিয়ে তৃণমূল থেকে খেলোয়াড় সংগ্রহের কাজ করছে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র খুলনা বিকেএসপি। বলা চলে, অনেকটা খালিই পড়ে আছে ১৩ একর জমির উপর নির্মিত এই প্রতিষ্ঠানটি।
খুলনা ও তার আশেপাশের জেলা থেকে প্রচুর ক্রিকেটার জাতীয় পর্যায়ে উঠে আসায় ভবিষ্যতে খুলনা বিকেএসপিতে ক্যাম্প করার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
খুলনা বিকেএসপিকে ক্রিকেট উপযোগী করে গড়ে তুলতে বিসিবির একটি প্রতিনিধি দল আগামী মাসেই সেখানে পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া।
সোমবার (০১ আগস্ট) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে তিনি বলেন, ‘খুলনার বিকেএসপি ফাঁকাই থাকে। আমরা চেষ্টা করবো ওটা কাজে লাগাতে। আগামী মাসে আমি, সোহেল ভাই, সুজন ভাই আর কিউরেটর খুলনায় যাবো। সেখানে যদি ক্রিকেট উপযোগী করা যায় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে সুযোগ কাজে লাগাবো। ’
হানিফ ভূঁইয়া মনে করেন খুলনা বিকেএসপিকে সেন্টার ধরে ক্যাম্প চালু করা গেলে জাতীয় পর্যায়ে আরও ক্রিকেটার উঠে আসবে, ‘আপনারা জানেন খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট থেকে অনেক খেলোয়াড় বেরিয়ে আসে। তাদেরকে এখানে ক্যাম্প করাতে যে পরিশ্রম হয়, তার থেকে ওখানে বিকেএসপিতে রেখে ক্যাম্প করালে সেটা ভালো হবে। আমরা যদি খুলনাকে সেন্টার ধরি, তাহলে আশা করি আরও ক্রিকেটার বেরিয়ে আসবে। ’
খুলনা অঞ্চল থেকে অনেক ক্রিকেটার উঠে আসায় খুলনা শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার পশ্চিমে খুলনা-ফুলতলা বাইপাস সড়কের পাশে আফিল গেট এলাকায় ২০০৪ সালে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মানের কাজ শুরু হয়। যা শেষ হয় ২০০৮ সালে।
১৩ একর জমির উপরে চারতলা একটি ভবন, ৫২ কক্ষ বিশিষ্ট একটি ট্রেনিং হোস্টেল, একটি জিমনেশিয়াম, চারতলা বিশিষ্ট দুই ইউনিটের একটি অফিসার্স কোয়ার্টার ও একটি স্টাফ কোয়ার্টার ভবন রয়েছে। এছাড়া ক্রিকেট, ফুটবলের মাঠ ও লং টেনিসের কোর্ট রয়েছে খুলনা বিকেএসপিতে।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি