ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৫০০তম টেস্ট আয়োজনে ক্রিকেটের জনক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
৫০০তম টেস্ট আয়োজনে ক্রিকেটের জনক ছবি:সংগৃহীত

ঢাকা: অনন্য এক ইতিহাস গড়তে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। ঘরের মাঠে ক্রিকেটের জনক খ্যাত দলটি ৫০০তম টেস্ট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে।

৩ আগস্ট থেকে এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এই মাইলফলকটি স্পর্শ করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

এ যাত্রার শুরু হয় সেই ১৮৮০ সালে। সে বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্য ওভালে ঘরের মাঠে ইতিহাসের প্রথম টেস্ট খেলে ইংলিশরা। ম্যাচটি পাঁচ উইকেটে জিতে নেয় তারা।

ঘরের মাঠে ১৩৬ বছরের ইতিহাসে ইংল্যান্ড ৪৯৯ ম্যাচের মধ্যে ২০৬টি জয় পেয়েছে। যেখানে হারতে হয় ১১৫টি ম্যাচে। বাকি ১৭৮ ম্যাচ ড্র হয়েছে। ঘরের মাঠে তাদের সর্বোচ্চ স্কোর ৯০৩ রান। যা ১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হয়। আর ১০ বছর পর সেই অজিদের বিপক্ষেই সর্বনিম্ন ৫২ রানে অলআউট হয় ইংলিশরা।

ইংল্যান্ড এখন পর্যন্ত ঘরের মাঠে সবচেয়ে বেশি ১৬৬টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৩টি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৪টি, ভারতের বিপক্ষে ৫৭টি, নিউল্যান্ডর বিপক্ষে ৫৪টি, পাকিস্তানের বিপক্ষে ৪৯টি, শ্রীলঙ্কার বিপক্ষে ১৮টি, বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে চারটি করে।

শতকরা হিসেবে ঘরের মাঠে প্রতিটি দলের বিপক্ষে অবশ্য ইংলিশরা জয়ের দিক থেকে এগিয়ে। বাংলাদেশের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড রয়েছে। আর সর্বনিম্ন ৩১ ভাগ জয় পেয়েছে অজিদের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ০২ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।