ঢাকা: নিজ দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) কখনোই খেলেননি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ষষ্ঠ আসরে এসে তারই স্বাদ নিতে যাচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা মিচেল জনসন।
গত বছরের নভেম্বরে পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান জনসন। এরপর কেবল আইপিএলে তাকে মাঠে দেখা যায়। এর আগে কয়েক মৌসুমে ব্রিসবেন হিট স্কোয়াডে থাকলেও জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে তার এই টুর্নামেন্টে খেলা হয়নি।
পার্থের অংশ হতে পেরে বেশ উচ্ছ্বাসই ঝরে জনসনের কণ্ঠে, ‘পার্থের হয়ে খেলতে পারাটা, যেখানে থাকি যেখানে আমার ভিত্তি, এটা আমার জন্য পারফেক্ট। টি-২০ ক্রিকেট খেলাটা উত্তেজনাপূর্ণ। অনেক তরুণই আমার কাছে বিগ ব্যাশ সম্পর্কে ও এটা কতটা ভালো হবে সে বিষয়ে জানতে চেয়েছে। এখানে খেলতে পারাটা দারুণ এবং এটা আরো উপরের দিকে নিয়ে যাবে। ’
‘আশা করছি এসব তরুণদের সঠিক পথ দেখাতে পারবো। আমি পরিমর্শক ভূমিকার পাশাপাশি তাদের সঙ্গে বোলিং করতে চাই। কোচিং সাইডের সঙ্গে যুক্ত থাকার দিকে বাড়তি মনোযোগ থাকবে। আমি তা ভালোভাবেই উপভোগ করতে চাই। ’-যোগ করেন জনসন।
আগামী ২০ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে সিডনি সিক্সার্সের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিডনি থান্ডার। তিনদিন পর অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবে পার্থ।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
এমআরএম