ঢাকা: ইঙ্গিতটা আগেই দিয়ে রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার অফিসিয়াল ঘোষণাটাও চলে এলো।
মুম্বাইয়ে বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ঘোষিত সূচি অনুযায়ী ২৭ ও ২৮ আগস্ট টানা দুই দিন ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে। ভেন্যু ফ্লোরিডার লাউডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক।
গত সপ্তাহে ফ্লোরিডায় দু’দেশের বোর্ড অফিসিয়ালরা চলমান টেস্ট সিরিজ শেষে সেখানে সংক্ষিপ্ত ফরমেটের ম্যাচ আয়োজনের ব্যাপারে আলোচনা করেন। ইউএস ভিসা নিয়েই প্রাথমিক জটিলতা দেখা দিয়েছিল। তবে জ্যামাইকার মার্কিন দূতাবাসে বিসিসিআই প্রয়োজনীয় ডকুমেন্টসসহ টি-২০ স্কোয়াড জমা দেওয়ার পর বাধা দূর হয়, যেখানে বর্তমানে দ্বিতীয় টেস্ট চলছে।
ত্রিনিদাদে আগামী ১৮ আগস্ট চার ম্যাচ সিরিজের শেষ টেস্ট শুরু হবে। সব ঠিক থাকলে এর পরেই যুক্তরাষ্ট্রে উড়াল দেবে দু’দল।
প্রসঙ্গত, আমেরিকায় সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক আইসিসি অনুমোদিত একমাত্র ওডিআই মানের স্টেডিয়াম। সম্প্রতি (২৮-৩১ জুলাই) এই গ্রাউন্ডে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ২০১০ সালে এখানে শ্রীলঙ্কার বিপক্ষে দু’টি টি-২০ ম্যাচ খেলে নিউজিল্যান্ড এবং দু’বছর পর দুই ম্যাচে ক্যারিবীয়দের মুখোমুখি হয় কিউইরা।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
এমআরএম