ঢাকা: গেল ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ৬ দিন পরেই ঈদুল ফিতরের দিন দেশের সব চাইতে বড় ঈদগাহ ময়দানেও হামলা চালিয়েছে জঙ্গিরা। পর পর দুটি জঙ্গি হামলার ফলে আসছে অক্টোবরে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার অনুষ্ঠেয় সিরিজটিও পড়েছে হুমকির মুখে।
এদিকে দু’দুটি হামলার পর ব্রিটিশ কাউন্সিল এরই মধ্যে বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। আর ক্রিকেট বোর্ড অব ইংল্যান্ড ও ওয়েলস এরই মধ্যে বাংলাদেশ সফর নিয়ে তাদের সংশয়ের কথা জানিয়েছে।
ফলে সিরিজটি আদৌ হবে কী হবে না সে বিষয়টি জানতে তাকিয়ে থাকতে হচ্ছে ইংল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রতিবেদনের উপর যারা এ মাসের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বুধবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর বেক্সিমকোতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পাপন জানান, ‘বাংলাদেশ সিরিজের পরই ভারতের সাথে বাংলাদেশের সিরিজ আছে। দেশটির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এ মাসের মাঝামঝি ভারত সফরে আসবে ইংল্যান্ডের নিরপত্তা দল। ভারতের পর তারা বাংলাদেশের নিরাপত্তা দেখতে আসবে। আর তাদের প্রতিবেদনের উপর ইংল্যান্ডের বাংলাদেশে আসা না আসা নির্ভর করছে। ’
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ৩ আগস্ট, ২০১৬
এইচএল/এমএমএস