ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

প্রথম দিনের নায়ক ‘বুড়ো’ সোহেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৭, আগস্ট ৪, ২০১৬
প্রথম দিনের নায়ক ‘বুড়ো’ সোহেল ছবি- সংগৃহীত

ঢাকা: নিজেদের মাটিতে ৫০০তম টেস্ট ম্যাচ খেলতে নামা স্বাগতিক ইংল্যান্ড এজবাস্টন টেস্টের প্রথম দিনেই গুটিয়ে গেছে। সফরকারী পাকিস্তানের বিপক্ষে ৮৬ ওভার ব্যাট করে অলআউট হওয়ার আগে ২৯৭ রান তুলেছে ইংলিশরা।

৩২ বছর বয়সী সোহেল খানের পেসে বড় সংগ্রহের দেখা পায়নি স্বাগতিকরা।
 
চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট করতে নামবে মিসবাহ বাহিনী। প্রথম টেস্টে জয় পেয়েছিল পাকিস্তান। তবে, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেন ইংল্যান্ড। এ মুহূর্তে সিরিজটি ১-১ এ সমতায় রয়েছে। ফলে, এজবাস্টনের এই তৃতীয় ম্যাচটি দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ।
 
গুরুত্বপূর্ণ এই ম্যাচে জাদু দেখিয়েছেন পাকিস্তানের হয়ে মাত্রই তৃতীয় টেস্ট খেলতে নামা ডানহাতি পেসার সোহেল খান। একাই ৫টি উইকেট নিয়েছেন এই পেসার। তবে, এটাও যেন তার নায়োকোচিত পারফর্ম বোঝাতে পারছে না। ২০০৯ সালে অভিষেক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১৬৪ রান খরচায় কোনো উইকেট তুলে নিতে পারেননি। ২০১১ সালে আরেকবার সুযোগ পেয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে দুই ইনিংসে ৮১ রান দিয়ে একটি মাত্র উইকেট পেয়েছিলেন সোহেল খান। এরপর এই ম্যাচে দীর্ঘ ৫ বছর পর পাকিস্তানের হয়ে তৃতীয় ম্যাচ খেলতে নেমেছেন ৩২ বছর বয়সী সোহেল।
 
ইংল্যান্ডের হয়ে দলপতি অ্যালিস্টার কুক ৪৫ আর অ্যালেক্স হেলস ১৭ রান করে বিদায় নেন। জো রুট ৩ রান করে সাজঘরে ফিরলেও ৩৯ রান করেন চার নম্বরে নামা জেমস ভিঞ্চ। পাঁচ নম্বরে নেমে ইনিংস সর্বোচ্চ ৭০ রান করেন গ্যারি ব্যালেন্স। জনি বেয়ারস্টো ফেরেন ১২ রানে। আর মঈন আলি দীর্ঘ সময় ক্রিজে থেকে দলকে টেনে নিতে খেলেন ৬৩ রানের ইনিংস।
 
সোহেল খান ৫টি, মোহাম্মদ আমির দুটি, রাহাত আলি দুটি আর ইয়াসির শাহ একটি করে উইকেট লাভ করেন।
 
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, ০৪ আগস্ট ২০১৬
এমআরপি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।