ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

হারলেও ফাইনালের সুযোগ থাকছে সাকিবদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৪, আগস্ট ৪, ২০১৬
হারলেও ফাইনালের সুযোগ থাকছে সাকিবদের ছবি:সংগৃহীত

ঢাকা: ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে ফাইনালে ওঠার সহজ সুযোগ নষ্ট করলো সাকিব আল হাসানের জ্যামাইকা তালাওয়াস। প্রথম কোয়ালিফাইং ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিওর্সের বিপক্ষে হেরে গেল চার উইকেটে।

ফলে ফাইনাল নিশ্চিত করলো অ্যামাজন।

জ্য‍ামাইকা প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে আট উইকেটে ১৪৬ রান করলে দুই বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যামাজন। দলের হয়ে ক্রিস লিন ও সোহেল তানভিরের অলরাউন্ড পারফরম্যান্সে জয় পায় অ্যামাজন।

১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিনের ৪৯ ও শেষ দিকে তানভিরের ২১ জয় এনে দেয় অ্যামাজনকে। শেষ তিন বলে যখন চার রান প্রয়োজন সে সময় ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন তানভির। জ্যামাইকার বোলিংয়ে কেসরিক উইলিয়াম চার উইকেট পেলেও সবচেয়ে কম খরুচে বোলিং করেন সাকিব আল হাসান।

তিনি চার ওভার বল করে মাত্র ২০ রান দেন। তবে সর্বোচ্চ স্কোরার লিনের উইকেটটি তার দখলেই যেতে পারতো। ক্যাচ মিস হওয়ায় তা আর হয়নি।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা জ্যামাইকার হয়ে কোনো ব্যাটসম্যানই হাফসেঞ্চুরির দেখা পাননি। সর্বোচ্চ ৩৩ রান করা অধিনায়ক ক্রিস গেইল খেলেন ধীর গতির ক্রিকেট। ৩৬ বল মোকাবেলায় তিনি তার ইনিংসটি সাজান। আগের দুই ম্যাচে শূন্য রান করা সাকিব এ ম্যাচেও ব্যাট হাতে নিজেকে চেনাতে পারেননি। করেছেন মাত্র দুই রান।

এ নিয়ে টানা তিন ম্যাচ হারলো জ্যামাইকা। তবে আসরটির ফাইনালে ওঠার এখনও একটি সুযোগ থাকছে তাদের। দ্বিতীয় প্লে-অফের বিজয়ী দলের সঙ্গে জিতলেই শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেবে তারকা নির্ভর দলটি।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ০৪ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।