ঢাকা: চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের চতুর্থ দিন সমানতালে লড়ছে সফরকারী পাকিস্তান আর স্বাগতিক ইংল্যান্ড। তবে, সফরকারীদের এই ম্যাচে এগিয়ে রাখলেন পাকিস্তানের গতিদানব শোয়েব আখতার।
লর্ডসে প্রথম টেস্টে জয় পেয়েছিল পাকিস্তান। স্বাগতিকদের ৭৫ রানে হারায় মিসবাহ উল হকের দলটি। তবে, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। ৩৩০ রানের বিশাল ব্যবধানে জিতেছিল অ্যালিস্টার কুকের দলটি। এ মুহূর্তে সিরিজটি ১-১ এ সমতায় রয়েছে। ফলে, এজবাস্টনের এই তৃতীয় ম্যাচটি দু’দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাকিস্তানকে এগিয়ে রেখে শোয়েব আখতার জানান, মিসবাহ বাহিনী এজবাস্টনে ইতিহাস গড়েই সিরিজে এগিয়ে যাবে। আজাহার আলি (১৩৯ রান) প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছে। তবে, আমার কাছে দলের হয়ে তৃতীয় ম্যাট খেলতে নামা ওপেনার সামি আসলামের (৮২ রান) ইনিংসটি এগিয়ে। সে দারুণ ব্যাট করেছে। ইংলিশ বোলারদের বিপক্ষে এমন ব্যাটিং সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। তার প্রতিটি সিঙ্গেল রান নেওয়ার মাঝে দেখা গেছে ইংলিশ বোলারদের কোনো সুযোগ দিতে চায়নি সামি। আজাহার ভালো ব্যাট করলেও তার রান নেওয়ার মাঝে এই জিনিসটি দেখিনি।
পাকিস্তানের বোলারদের উৎসাহ যোগাতে শোয়েব আখতার বলেন, ইংলিশ কন্ডিশনে সফরকারী বোলাররা খুব একটা সুবিধা আদায় করতে পারেনা। কিন্তু, পাকিস্তানের বোলাররা যেভাবে পারফর্ম করছে তাতে এজবাস্টনে জয় পাওয়া মিসবাহদের খুব একটা অসাধ্য নয়।
প্রথম ইনিংসে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ৮৬ ওভার ব্যাট করে অলআউট হওয়ার আগে ২৯৭ রান তোলে ইংলিশরা। ৩২ বছর বয়সী সোহেল খানের পেসে বড় সংগ্রহের দেখা পায়নি স্বাগতিকরা। পাকিস্তানের হয়ে মাত্রই তৃতীয় টেস্ট খেলতে নামেন ডানহাতি পেসার সোহেল খান। একাই ৫টি উইকেট নেন এই পেসার। ২০০৯ সালে অভিষেক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১৬৪ রান খরচায় কোনো উইকেট তুলে নিতে পারেননি তিনি। ২০১১ সালে আরেকবার সুযোগ পেয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে দুই ইনিংসে ৮১ রান দিয়ে একটি মাত্র উইকেট পেয়েছিলেন সোহেল খান।
প্রায় পাঁচ বছর পর এমন দুর্দান্ত প্রত্যাবর্তনের ম্যাচে ৩২ বছর বয়সী সোহেল প্রসঙ্গে শোয়েব আখতার বলেন, ‘সে একাই ইংল্যান্ডকে প্রথম ইনিংসে আটকে রেখেছিল। দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরে তার এমন বোলিং আমাকে মুগ্ধ করেছে।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ০৬ আগস্ট ২০১৬
এমআরপি