ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বিদেশি কোচদের নিরাপত্তায় যুক্ত হলো দেহরক্ষী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, আগস্ট ৭, ২০১৬
বিদেশি কোচদের নিরাপত্তায় যুক্ত হলো দেহরক্ষী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: কথা ছিল জাতীয় ক্রিকেট দলের বিদেশি কোচরা দেশে ফিরলেই সশস্ত্র দেহরক্ষী পাবেন। হলোও তাই।

কোচদের নিরাপত্তায় দেহরক্ষীর ব্যবস্থা করেছে বিসিবি। রোববার (৭ আগস্ট) মিরপুরে দৃষ্টিগোচর হলো কোচদের নিরাপত্তায় নিয়োজিত তিন দেহরক্ষী।

ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের অনুশীলন সেশন শেষ হতেই দীর্ঘকায় তিন দেহরক্ষীর আনাগোনা বিসিবিতে। এই দুই টাইগার কোচকে একটি গাড়িতে উঠিয়ে নিজেরা আরেকটি গাড়িতে, এভাবে বহর বানিয়ে ছুটলেন তারা।

এর আগে গত বছর ২৮ সেপ্টেম্বর ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের পর বিসিবি নিজ উদ্যোগে জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের নিরাপত্তায় দেহরক্ষীর ব্যবস্থা করেছিল। এবার সব বিদেশি কোচের নিরাপত্তায় দেহরক্ষী নিয়োগ দিয়েছে বিসিবি।

উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় ২৮ জন নিহত হন। এদের বেশির ভাগই ছিলেন বিদেশি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।