ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজ নির্ধারণীতে অপরিবর্তিত ইংলিশ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
সিরিজ নির্ধারণীতে অপরিবর্তিত ইংলিশ দল ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠে প্রথম ম্যাচে হারের পর টানা দুই জয়ে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে ১৩ সদস্যের অপরিবর্তিত স্কোয়াডই রেখেছে ইংলিশরা।

বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে (৩-৭ আগস্ট) পাকিস্তানকে ১৪১ রানে হারিয়ে সিরিজে ২-১ এ লিড নেয় স্বাগতিকরা। এই ম্যাচের একাদশ ও নটিংহামশায়ার পেসার জেক বল ও ইয়র্কশায়ার লেগ স্পিনার আদিল রশিদকেও দলে রাখা হয়েছে।

এজবাস্টন টেস্টের শেষ দিনে আঙুলে চোট পাওয়া জেমস ভিঞ্চির খেলা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। যদিও তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। এর বিপরীত হলে নতুন কোনো ব্যাটসম্যানকে দলে অন্তর্ভুক্ত করতে পারে ইংলিশ নির্বাচকরা।

লর্ডসে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত পেসার জেক বলকে পরের দুই ম্যাচে বাদ দেওয়া হয়। লেগ স্পিনার আদিল রশিদের এখনো এই সিরিজে মাঠে নামা হয়নি।

এ সময়ের মধ্যে নটিংহামশায়ারের হয়ে দু’টি করে লিস্ট ‘এ’ ও টি-২০ ম্যাচ খেলেছেন জেক বল। অন্যদিকে, ইয়র্কশায়ারে ফেরার ম্যাচে দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখান আদিল। ওয়ারউইকশায়ারের বিপক্ষে ডিভিশন-১ ম্যাচটিতে সাত উইকেট নিয়ে দলকে ৪৮ রানের জয় এনে দিতে রাখেন অগ্রণী ভূমিকা।

লন্ডনের কেনিংটন ওভালে আগামী ১১ আগস্ট (বৃহস্পতিবার) চতুর্থ টেস্ট মাঠে গড়াবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। ‍

ওভাল টেস্টের ইংলিশ স্কোয়াড: অ্যালিস্টার কুক, অ্যালেক্স হেলস, জো রুট, জেমস ভিঞ্চি, গ্যারি ব্যালান্স, জনি বেয়ারস্টো, মঈন আলী, ক্রিস উকস, স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন, জেমস অ্যান্ডারসন, জেক বল, আদিল রশিদ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।