ঢাকা: ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ৩০ সদস্যের টাইগার প্রাথমিক স্কোয়াড নিয়ে স্থানীয় ট্রেনার দিয়ে গত ২০ জুলাই শুরু হয় কন্ডিশনিং ক্যাম্প। ক্যাম্প শুরুর প্রথম দিন থেকেই মাশরাফিরা ফিটনেস নিয়ে কাজ করলেও মঙ্গলবার (৯ আগস্ট) থেকে শুরু হয়েছে তাদের ফিল্ডিং ও থ্রোয়িং।
টাইগারদের এই ট্রেনিং চলবে আরও সপ্তাহ খানেক। এরপর হাথুরুসিংহের অধীনে তাদের স্কিল অর্থাৎ ব্যাটিং ও বোলিং ট্রেনিং শুরু হবে ২০ আগস্ট থেকে।
অস্ট্রেলিয়ায় পরিবারের সাথে প্রায় দুই মাস ছুটিয়ে কাটিয়ে এসে মঙ্গলবার (৯ আগস্ট) বিসিবিতে গণমাধ্যমের সামনে এমন তথ্য দিলেন হেড কোচ হাথুরুসিংহে। তিনি জানান, ‘আমরা খুবই ভাগ্যবান যে পরিকল্পনা অনুযায়ী ফিটনেস ক্যাম্প শুরু করতে পেরেছি। ২০ তারিখ থেকে বোলিং ও ব্যাটিং অনুশীলন শুরু করবো। আর ইংল্যান্ড আসার আগে আমরা বিসিএলে কিছু ম্যাচ খেলার সুযোগ পাবো, যা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ইতিবাচক ভূমিকা রাখবে। ’
পরিবারের সাথে ছুটি কাটিয়ে গত ৭ আগস্ট ঢাকা ফিরে পরের দিনই দলের সাথে যোগ দেন হেড কোচ হাথুরুসিংহে। তার একদিন আগে যোগ দিয়েছেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। তবে মাশরাফিদের সাথে এখনও যোগ দেননি বেতন নিয়ে সমস্যা হওয়া স্পিনার কোচ রুয়ান কালপাগে।
তিনি কবে আসবেন সেই বিষয়টি এখনও জানেন না হেড কোচ হাথুরুসিংহে, ‘আমার মনে হয় রুয়ান বিসিবি’র সাথে কথা বলেছে। এখন সবই বোর্ডের হাতে। আমিও ওর সাথে কথা বলেছি। ও খুব শিগগির ওর সিদ্ধান্ত জানিয়ে দেবে। ’
জানা গেছে রুয়ানের সাথে বোর্ডের বনিবনা হচ্ছে না। বর্তমানে ছুটিতে থাকায় শ্রীলঙ্কা থেকে কিছু শর্ত তিনি বোর্ডকে জানিয়েছেন। তারমধ্যে আরও কয়েকমাস ছুটি বর্ধিতকরণ, বেতনভাতা ঠিক সময় পরিশোধ করাসহ আরও কিছু বিষয় উল্লেখ করা হয়।
এদিকে টাইগার পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধান কোচ। তিনি জানান, ‘প্রতিনিয়তই আমি ওদের উন্নতির খোঁজ খবর রাখছি। ভাবছি আইসিসির অধীনে এমাসের শেষেই ওদের বোলিং পরীক্ষাটা করিয়ে ফেলবো। ’
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ৯ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি