ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু জাহানারা-সালমাদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু জাহানারা-সালমাদের ছবি:কাশেম হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ‍বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রাথমিক স্কোয়াডে থাকা ২২ ক্রিকেটারই যোগ দিয়েছেন ক্যাম্পে।

প্রথমদিন ইনডোরে ফিটনেসের পরীক্ষা দিতে হয়েছে জাহানারা-সালমাদের।

ক্যাম্প তত্ত্বাবধানে আছেন নারী দলের সহকারী কোচ আশিকুর রহমান ও ফিটনেস ট্রেনার ইফতেখারুল ইসলাম।

নারী দলের হেড কোচ চ্যাম্পিকা গামাগে গত ০১ জুন বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে ফিরে যাওয়ায় স্থানীয় কোচদের অধীনেই শুরু হলো জাহানারা-সালমাদের আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি। নারী দলের জন্য নতুন কোচ খুঁজছে বিসিবি।

আগামী সোমবার (১৫ আগস্ট) একাডেমি মাঠে নিজেদের মধ্যে ৪৫ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের ক্যাম্প চলবে ২৯ আগস্ট পর্যন্ত।

সেপ্টেম্বরের শুরুতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আয়ারল্যান্ড সফর করার কথা জাহানারা-সালমাদের।

নারী দলের প্রাথমিক স্কোয়াড: সানজিদা ইসলাম ময়না, আয়শা রহমান শুকতারা, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, রুমানা আহমেদ, নিগার সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, শায়লা শারমিন, সালমা খাতুন, রিতু মনি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, খাদিজাতুল কোবরা, সুরাইয়া আজমিন, শামিমা সুলতানা, জান্নাতুল ফেরদৌস সুমনা, হ্যাপি আলম, সুলতানা খাতুন, মুনতাহা হাসনাত, সুমনা আক্তার।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ১০ আগস্ট, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।