ঢাকা: জ্যামাইকা তালাওয়াহসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জয় করে আগামী শুক্রবার (১২ আগস্ট) দেশে ফিরছেন সাকিব আল হাসান। একটি বিশ্বস্তসূত্র সাকিবের দেশে ফেরার খবরটি নিশ্চিত করেছে।
প্রিমিয়ার লিগ শেষ করে গত ২৫ জুন রাতে সিপিএল খেলতে ঢাকা ছেড়েছিলেন সাকিব। দেড় মাসের সফর শেষে দেশে ফিরে কয়েকদিন বিশ্রামের পর সাকিব যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে।
গত সোমবার (৮ আগস্ট) সেন্ট কিটসের টিম হোটেলের বাইরে সৈকতের রেস্তোরাঁয় বসে ফেসবুকে লাইভে সাকিব বলেন, ‘দেশে ফিরে কয়েকদিনের ছুটি। এরপর ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি। আশা করি, খুব ভালো সময় কাটবে আমাদের ইংল্যান্ডের সঙ্গে। দেশে সবাই ট্রেনিং করছে। ওদের সঙ্গে আমার ফিটনেস লেভেলও ধরে রাখতে হবে। ’
এবারের সিপিএলে ব্যাটে-বলে সফল ছিলেন সাকিব। ২২.৮৫ গড়ে ১৬০ রান করার পাশাপাশি ওভারপ্রতি ৬.৯৪ রান দিয়ে ১২টি উইকেট নিয়েছেন। ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে চার ওভারে মাত্র ২৫ রানে দুই উইকেট তুলে নিয়ে জ্যামাইকা তালাওয়াহসের শিরোপা জয়কে সহজ করেন সাকিব।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব আইপিএল জয়ের স্বাদ পেয়েছেন দু ’বার। এবার ভিন দেশের আরেকটি লিগে পেলেন শিরোপা জয়ের স্বাদ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ব্যস্ত সময় পার করছেন সাকিব। বিশ্বকাপের পর পরই আইপিএল খেলতে আবার ভারতে যান এ অলরাউন্ড। আইপিএল শেষে দেশে ফিরেই নামেন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে। আবাহনীকে চ্যাম্পিয়ন করে সিপিএল যোগ দেন। শিরোপা জয়ের করে এবার ফিরছেন তিনি।
দেশে ফিরে কয়েকদিনের বিশ্রাম শেষে শুরু করবেন ইংল্যান্ড সিরিজে প্রস্তুতি। আগামী ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ঢাকায় আসার কথা ইংলিশদের।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ১০ আগস্ট, ২০১৬
এসকে/এমএমএস