ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ইউনিস-শফিকের সেঞ্চুরিতে লিড পেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৮, আগস্ট ১৩, ২০১৬
ইউনিস-শফিকের সেঞ্চুরিতে লিড পেল পাকিস্তান ছবি:সংগৃহীত

ঢাকা: ইউনিস খান ও আসাদ শফিকের দুর্দান্ত সেঞ্চুরিতে কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ১২ রানের লিড নিয়েছে পাকিস্তান দ্বিতীয় দিন শেষে ছয় উইকেট হারিয়ে ৩৪০ করেছে সফরকারীরা।

 

চার ম্যাচ টেস্টে শেষটিতে দ্বিতীয় দিন তিন রানে এক উইকেট হারানো পাকিস্তান ব্যাটিংয়ে নামলে আজহার আলী ৪৯ করে আউট হন।

কিন্তু চতুর্থ উইকেট জুটিতে শফিক ও অভিজ্ঞ ইউনিস ১৫০ রানের জুটি গড়েন। ডানহাতি ব্যাটসম্যান শফিক ক্যারিয়ারের নবম সেঞ্চুরি (১০৯) করে স্টিভেন ফিনের বলে আউট হন।

শফিক আউট হলেও দিন শেষে ১০১ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ইউনিস। অন্যপ্রান্তে ১৭ রানে মাঠ ছাড়েন সরফরাজ আহমেদ। ইংলিশ বোলারদের মধ্যে দুটি করে উইকেট তুলে নেন ফিন ও ক্রিস ওকস। আর একটি করে উইকেট লাভ করেন স্টুয়ার্ট ব্রড ও মঈন আলী।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।