ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

কলম্বোয় ধনঞ্জয়-চান্দিমালের একদিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, আগস্ট ১৩, ২০১৬
কলম্বোয় ধনঞ্জয়-চান্দিমালের একদিন ছবি: সংগৃহীত

ঢাকা: সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে ২১৪ রান তুলেছে ৫ উইকেট হারানো স্বাগতিক শ্রীলঙ্কা। দলীয় ২৬ রানের মাথায় লঙ্কানদের পঞ্চম উইকেটের পতন ঘটে।

কলোম্বোয় আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে লঙ্কানরা। তবে, মাত্রই তৃতীয় টেস্ট খেলতে নামা ধনঞ্জয় ডি সিলভা আর অভিজ্ঞ দিনেশ চান্দিমাল স্বাগতিকদের বড় বিপদের হাত থেকে রক্ষা করেন। দিনশেষে এই জুটি ১৮৮ রানে অবিচ্ছিন্ন রয়েছে।

বিদায় নেওয়ার আগে কুশল সিলভা ০, করুনারত্নে ৭, কুশল পেরেরা ১৬, কুশল মেন্ডিস ১ আর দলপতি ম্যাথুজ ১ রান করেন।

চান্দিমাল ২০৪ বল মোকাবেলা করে চারটি বাউন্ডারিতে করেন অপরাজিত ৬৪ রান। আর ২৪০ বলের ইনিংসে ধনঞ্জয় ডি সিলভা ১৬টি বাউন্ডারিতে করেন অপরাজিত ১১৬ রান।

অজিদের হয়ে তিনটি উইকেট নেন মিচেল স্টার্ক। আর দুটি উইকেট লাভ করেন নাথান লিওন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ১৩ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।