ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

মঙ্গলবার থেকে টাইগারদের এইচপি স্পিন ক্যাম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, আগস্ট ১৫, ২০১৬
মঙ্গলবার থেকে টাইগারদের এইচপি স্পিন ক্যাম্প

ঢাকা: স্পিন বোলিংয়ে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নিতে কাজ করবেন ভারতীয় সাবেক টেস্ট স্পিনার ভেঙ্কটপতি রাজু। টাইগারদের ছয় দিনের প্রশিক্ষণ দিতে ঢাকা এসেছেন তিনি।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে ভেঙ্কটপতি রাজুর বাংলাদেশে আসার খবর নিশ্চিত করেছে বিসিবি।  
   
মঙ্গলবার (১৬ আগস্ট) থেকে তারই অধীনে শুরু হচ্ছে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দলের ছয় দিনের স্পিন বোলিং প্রশিক্ষণ ক্যাম্প। জাতীয় দলের ৮ স্পিনার ও এইচপি থেকে ১৭ জন স্পিনারকে এই লক্ষ্যে ক্যাম্পে ডাকা হয়েছে।


 
জাতীয় দলের স্পিনাররা হলেন: তাইজুল ইসলাম, জোবায়ের হোসেন, মোঃ সোহরাওয়ার্দী, শুভাগত হোম, নাসির হোসেন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈতক ও মাহমুদ উল্লাহ রিয়াদ।

এ‌ইচপি থেকে যারা অংশ নেবেন: সানজামুল ইসলাম, নুর হোসেন মুন্না, তানভির হায়দার খান, সাকলাইন সজিব, মেহেদি হাসান মিরাজ, আল-আমিন, মেহেদি হাসান, রাহাতুল ফেরদৌস জাভেদ, নাসুম আহমেদ, সোহাগ গাজী, মোঃ ওমর, রনি চৌধুরী, মোশাররফ হোসেন রুবেল, শাওন গাজী, মাহমুদুল হাসান লিমন, রাফি রেজা ও লিটন চন্দ্র ধর।

 
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ১৫ আগস্ট ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ