ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বিশ্রামে ‘বুমবুম’ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, আগস্ট ১৯, ২০১৬
বিশ্রামে ‘বুমবুম’ আফ্রিদি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে সাত দিনের বিশ্রামে থাকতে হচ্ছে। হাঁটুর চোটের কারণে টি-টোয়েন্টির সেরা এই ক্রিকেটারকে পুরোপুরি বিশ্রামে থাকতে হচ্ছে।

সম্প্রতি পুরোনো হাঁটুর ব্যথা আফ্রিদিকে বেশ ভোগাচ্ছিল। পরে লাহোরের একটি হাসপাতালে এমআরআই করান তিনি। ডানহাঁটুর ব্যথার জন্য করানো স্ক্যান রিপোর্টে বাজে কিছু ধরা না পড়লেও পাকিস্তানের সাবেক এই দলপতিকে তার চিকিৎসক পুরোপুরি বিশ্রামে থাকার উপদেশ দেন।

আফ্রিদি জানান, আমি খুব শিগগিরই মাঠে ফিরবো। পুনর্বাসন প্রক্রিয়ায় ব্যথা কমাতে আমাকে সাত দিন বিছানায় থাকতে হবে। সতর্ক থাকতেই আমি এমআরআই করিয়েছিলাম। আশা করছি ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের মাঝপথেই ব্যথা কমে যাবে। সকল ভক্তদের কাছে আমি দোয়া চাইছি।

আগামী ২৫ আগস্ট ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার কথা ছিল আফ্রিদির। প্রথম ম্যাচটি মিস করার সম্ভাবনা থাকলেও পরের ম্যাচগুলোতে খেলতে পারবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ১৯ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।