ঢাকা: বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে আগামী মাসেই অস্ট্রেলিয়া যাচ্ছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। চেন্নাইয়ের পরীক্ষাগারে পরীক্ষা দিয়ে নিষেধাজ্ঞায় পড়া তাসকিন অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুমোদিত ল্যাবে পরীক্ষা দেবেন-এমন কথা জানালেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
শনিবার (২০ আগস্ট) মিরপুরে সংবাদমাধ্যমকে জালাল ইউনুস জানান, ‘তাসকিন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ায় যাবে। খুব সম্ভবত ৫-৬ তারিখের দিকে যাবে সে। আর ৮ তারিখ তার পরীক্ষা দেওয়ার কথা রয়েছে। ’
অফিসিয়াল ভাবেই তাসকিনের টেস্টের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে, আরাফাত সানিকেও তাসকিনের সঙ্গে পরীক্ষায় রাখা হতে পারে।
এ বছরের মার্চে টি-২০ বিশ্বকাপ চলাকালীন চেন্নাইয়ের রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বোলিং পরীক্ষা দিয়ে নিষিদ্ধ হয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। তাসকিনের বোলিং পরীক্ষার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন ওঠেছিল। কারণ, ৩-৪ মিনিটের মধ্যে তাসকিনকে ৮-৯টা বাউন্সার করতে হয়। এর মধ্যে তিনটি বাউন্সারে অবৈধ অ্যাকশন ধরা পড়ে। আরাফাত সানির বোলিং অ্যাকশনেও ত্রুটি ধরা পড়ে। পরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দু’জনই নিষিদ্ধ হন।
বোলিং অ্যাকশনের ত্রুটি সংশোধনে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের এই দুই বোলার। এরই মধ্যে তাসকিন বোলিং অ্যাকশন রিভিউ কমিটির তৈরি করা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়ে পাশ করেছেন। সানিরও পরীক্ষা নেন রিভিউ কমিটির বিশেষজ্ঞরা।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ২০ আগস্ট ২০১৬
এমআরপি/এসকে