ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান সিরিজে উইলিকে হারালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, আগস্ট ২১, ২০১৬
পাকিস্তান সিরিজে উইলিকে হারালো ইংল্যান্ড ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরের মাটিতে ২-২ সমতায় টেস্ট সিরিজের পর এবার ওয়ানডে সিরিজে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। তার আগে স্বাগতিকদের জন্য দুঃসংবাদ বয়ে আনলো ডেভিড উইলির ইনজুরি।

হাতের ইনজুরির কারণে ২৬ বছর বয়সী এ বাঁহাতি পেসারের ওডিআই সিরিজই শেষ।

ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে ইয়র্কশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে (২০ আগস্ট) সেমিফাইনাল ম্যাচে হাতে আঘাত পান উইলি। এটিই তাকে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে দিল।

উইলির ইনজুরির সুবাদে টেস্টের পর পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজে ওয়ানডেতেও অভিষেক হচ্ছে জেক বলের। আগামী ২৪ আগস্ট (বুধবার) প্রথম ম্যাচে মাঠে নামবে দু’দল। সাউদাম্পটনে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় খেলা শুরু হবে।

বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ৩০ আগস্ট, ১, ৪ সেপ্টেম্বর। ওয়ানডে সিরিজ শেষে ৭ সেপ্টেম্বরের একমাত্র টি-২০ শেষে দেশে ফিরবে সফরকারীরা।

ইংলিশদের জার্সিতে এখনো টেস্টে নামা হয়নি উইলির। এখন পর্যন্ত ১৮ ওয়ানডেতে ২৯ ও ১১টি টি-টোয়েন্টিতে ১৮টি উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।