ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশ সফরে ফিরছেন অভিজ্ঞ ইয়ান বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, আগস্ট ২৩, ২০১৬
বাংলাদেশ সফরে ফিরছেন অভিজ্ঞ ইয়ান বেল ইয়ান বেল-ছবি:সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ইংল্যান্ড টেস্ট দলে ফিরতে পারেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইয়ান বেল। যদিও গত বছরের নভেম্বরের পর তিনি জাতীয় দলের হয়ে আর খেলেননি।

ইংলিশদের সর্বশেষ ২০১৫-১৬ দক্ষিণ আফ্রিকা সফরে বাদ পড়েন ডানহাতি মিডলঅর্ডার এ ব্যাটসম্যান।

ইংলিশ ক্রিকেট বোর্ডের বিবেচনায় ৩৪ বছর বয়সী বেল এতদিন ছিলেন না। তবে ১১ বছরের ক্যারিয়ারে ১১৮ টেস্টই তার থ্রী-লায়ন্স দলে আবারও সুযোগের কারণ হতে পারে। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ২-০ ব্যবধানে টেস্ট হারের দলে সর্বশেষ খেলেছিলেন বেল।

আগামী অক্টোবরে ইংল্যান্ডের বাংলাদেশে সফরের কথা রয়েছে। আর এ উপমহাদেশে বেলের অভিজ্ঞতা দারুণ। ফলে টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার।

সাম্প্রতিক সময়ে যদিও বেলের প্রথম শ্রেণীর ক্রিকেটে খুব একটা ভালো সময় কাটেনি। যেখানে ১৬টি ইনিংসে তার একটি সেঞ্চুরি রয়েছে। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে ২২টি সেঞ্চুরি সহ তার অধীনে রয়েছে ৭ হাজার ৭২৭ রান। কিন্তু কাউন্টি ক্রিকেটে টি-টোয়েন্টি ব্ল্যাস্টে ওয়ারউইকশায়ারের হয়ে দুর্দান্ত খেলেছেন বেল। ১৪ ইনিংসে পাঁচটি হাফ-সেঞ্চুরি সহ রান করেছেন ৪৮৯ রান।

ইংল্যান্ড কোচ ট্রেভর বেইলিস সম্প্রতি বেলের সঙ্গে দেখা করেছেন। আর ধারণা করা হচ্ছে সাদা পোশাকে বেলকে আবারও সুযোগ দিতে চান বেইলিস।

বাংলাদেশ সফরে ইংল্যান্ড টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। যেখানে ম্যাচগুলো মিরপুরের শেরে-ই-বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ৩০ সেপ্টেম্বর ইংলিশরা আসার পর ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ২৩ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।