ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রতিটা সেঞ্চুরিই স্পেশাল: তামিম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
প্রতিটা সেঞ্চুরিই স্পেশাল: তামিম তামিম ইকবাল-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ২০০৮ থেকে ২০১৬-এই আট বছরে তামিম ইকবাল পেয়েছেন আটটি টেস্ট সেঞ্চুরি। যার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষেই তিনটি।

লর্ডস, ম্যানচেস্টারের পর ইংলিশদের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরিটি এলো মিরপুরে।

চট্টগ্রাম টেস্টেও ছিল সেঞ্চুরির সুযোগ। প্রথম ইনিংসে ৭৮ করে আউট হলে হাতছাড়া হয় সুযোগটি। এবার আর ভুল করেননি। উইকেটে সাবলীল থেকেই তিন অঙ্কে পৌঁছেছেন তামিম। ১৩৯ বলে ১২টি চারের সাহাজ্যে পূর্ন করেন ক্যারিয়ারে অষ্টম শতকটি। শেষ পর্যন্ত ১৪৭ বলে ১০৪ রান করে মঈন আলীর বলে এলবিডব্লুউ হন তামিম।   সেঞ্চুরির পথে সংগ্রাম যে করতে হয়নি তা কিন্তু নয়। ১৮ বল খেলে প্রথম রানের দেখা পান তামিম। এর পর সব কিছুই হয়েছে তামিম যেভাবে চেয়েছেন।

দিন শেষে তামিম জানালেন, ‘আমি সবসময় আক্রমনাত্মক খেলতে পছন্দ করি। আমি যেভাবে ব্যাটিং করতে পছন্দ করি ঠিক ওভাবেই খেলেছি। প্রথম রান করতে ১৮টা বল লেগেছে। ওটাও খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে ১০০টা রান হলেও করেছি। প্রতিটা সেঞ্চুরিই স্পেশাল। আমি পার্থক্য করি না এটা ভালো, ওটা খারাপ। ’

সেঞ্চুরি পেয়ে তামিম খুশি। কিন্তু আউট হওয়ার ধরণ নিয়ে আছে হতাশা। তামিম নিজেই ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না কেন মঈন আলীর বলটি ব্যাটে না খেলে ছাড়তে গিয়েছিলেন, ‘এভাবে তিনটা বল আমি ছেড়েছি। আমার ইচ্ছায় করছিলাম না, হয়ে যাচ্ছিলো। এই উইকেটে ওই জায়গায় বল পড়ে ঘুরছিল। আমারই ভুল ছিল। সোজা যদি খেলতাম হয়তো বেঁচে যেতাম। এমন কি বলটাতে যদি আমি শটও খেলতাম আমি আউট হতাম না। এ ব্যাপারে উত্তর নেই আমাদের কাছে। যেহুতু ৩০ ওভারে মতো ব্যাটিং করেছি ওই বলগুলো আরও ভালোভাবে মোকাবেলা করতে পারতাম। ’

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।