ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যেখানে অনন্য মিরাজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
যেখানে অনন্য মিরাজ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশের টেস্ট ইতিহাসে কোনো বোলার এতদিন যা করতে পারেননি সেটাই করে দেখালেন মেহেদি হাসান মিরাজ। প্রথম বাংলাদেশি হিসেবে অভিষেকের পর দুই ম্যাচে ব্যাক টু ব্যাক পাঁচ উইকেটের অভিজাত ক্লাবে নাম লিখিয়েছেন ১৯ বছর বয়সী এ উঠতি অলরাউন্ডার।


 
চট্টগ্রামে নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নেওয়ার পর ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও ৫ উইকেট দখলের নজির গড়লেন মিরাজ।
 
শনিবার (২৯ অক্টোবর) মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিনের বোলিংয়ে নেমে জাফর আনসারির উইকেট তুলে নিয়ে অনন্য এই মাইলফলকটি স্পর্শ করেন তিনি।
 
এর আগে দিনের প্রথম ঘণ্টায় ফেরার দুই ইংলিশ ব্যাটসম্যান মঈন আলী (১০) ও জনি বেয়ারস্টোর (২৪) উইকেট তুলে নেন মিরাজ। আর প্রথম দিনের শেষ সেশনে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক (১৪) ও গ্যারি ব্যালান্সকে (৯) সাজঘরে ফেরান।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টাম ২৯ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।