মিরপুর থেকে: প্রথম ইনিংসে মাত্র ২২০ রানের পুঁজি নিয়ে লড়াইটা খারাপ করেনি বাংলাদেশের বোলাররা। ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দিয়েছে ২৪৪ রানে।
ব্যাটসম্যানরা ভালো করলেই ইংল্যান্ডকে ছুঁড়ে দেয়া যাবে বড় চ্যালেঞ্জ। প্রথম ইনিংসের ভুল-ত্রুটি কাটিয়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-এ প্রত্যাশায় দর্শক বাড়তে শুরু করেছে গ্যালারিতে।
প্রথম ইনিংসে লিড পেতে পারতো বাংলাদেশ। এ জন্য আক্ষেপ থাকতেই পারে বাংলাদেশ শিবিরে। কেননা ১৪৪ রানে ইংলিশদের আট উইকেট ফেলে দিয়েছিল মিরাজ-তাইজুল-সাকিব মিলে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে লিডের স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু নবম উইকেটে আদিল রশিদ ও ক্রিস ওকসের ৯৯ রানের জুটি লিড পাইয়ে দেয় ইংলিশদের।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি