ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

থমকে যাওয়া উল্লাস ফিরেছে গ্যালারিতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
থমকে যাওয়া উল্লাস ফিরেছে গ্যালারিতে ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: শনিবার (২৯ অক্টোবর) সকালে মিরপুরে এসেই চোখে পড়ে বাংলাদেশের বোলিং তোপে কাঁপছে ইংলিশ শিবির। টাইগার সমর্থকদের হর্ষধ্বণি ছড়িয়ে পড়ছে গোটা শের-ই-বাংলা স্টেডিয়ামসহ আশে পাশের এলাকায়।

কেননা দিনের শুরুতেই দু্ই ইংলিশ ব্যাটসম্যান মঈন আলী ও বেন স্টোকসকে ফিরিয়ে দিয়েছেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।  
 
তখন ৬৯ রানে নেই ইংলিশদের ৫টি উইকেট, আর ১৫১ রানে পিছিয়ে সফরকারী ইংল্যান্ড। তাই সমর্থকদের এমন উল্লাস এবং উচ্ছ্বাস কোনটিই অমূলক ছিল না। কারণ, বাংলাদেশের সামনে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে লিডের সম্ভাবনা উঁকি দিচ্ছিল।  

সেই সম্ভাবনাকে বাস্তবের অনেকটাই কাছে নিয়ে যান টাইগার অফস্পিনার মিরাজ। ব্যক্তিগত ২৪ রানে বেয়ারস্টো ও ১৩ রানে জাফর আনসারীকে তার স্পিন ফাঁদে ফেলে সমর্থকদের উল্লাসের মাত্রা আরও বাড়িয়ে দেন। ম্যাচের পরিস্থিতি দেখে মনে হচ্ছিল যেন এখনই অলআউট হয়ে যাবে ইংল্যান্ড।

আর দলটির বিপক্ষে প্রথম ইনিংসে প্রথমবারের মতো এগিয়ে থেকে টেস্ট ক্রিকেটে আরেকটি নতুন ইতিহাস রচনা করবে স্বাগতিক বাংলাদেশ।

মাঠে দর্শকের উপস্থিতি তখন খুব একটা বেশি ছিল না। স্টেডিয়ামে ৮টি গ্যালারির ৭টি পুরোপুরিই ফাঁকা ছিল, শুধুমাত্র পূর্ব দিকের গ্যালারির বড় পর্দার নিচে একটি জটলা পাকিয়ে কিছু দর্শক বাংলাদেশের শুভকামনায় চিৎকার করে যাচ্ছিলেন।  

হঠাৎই গ্যালারির দৃশ্যপট বদলে গেল, বদলে গেল ম্যাচেরও। বাংলাদেশের ধারালো বোলিংয়ের সামনে যে কোনো সময়ই ইংল্যান্ড অলআউট হয়ে যাবে, এমন ভাবনা থেকেই হয়তো মাঠে আসা শুরু করে দর্শক। ভরে উঠতে শুরু করলো উত্তর, শহীদ জুয়েল, শহীদ মোস্তাক ও পূর্ব দিকের গ্যালারি। ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডেও দর্শক সংখ্যা বাড়লো।

কিন্তু ম্যাচে ফেরা হয়নি বাংলাদেশের। নবম উইকেটে ক্রিস ওকস ও আদিল রশিদের ৯৯ রানের জুটিতে ভঙ্গুর অবস্থায় থেকেও প্রথম ইনিংসে ২৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশের চেয়ে ২৪ রানে এগিয়ে থাকে সফরকারী ইংলিশরা। ফলে গ্যালারির উল্লাস রূপ নেয় মৌনতায়।  

কিছুক্ষণ আগে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। দু’জনের আক্রমণাত্মক ব্যাটিং দেখে সেই উল্লাস আবার ফিরেছে গ্যালারিতে। কারণ দ্বিতীয় ইনিংসে ইতোমধ্যেই লিড নিয়েছে বাংলাদেশ। দিন শেষে বাড়বে লিডের পরিমান, তাইতো বড়তে শুরু করেছে দর্শকের সংখ্যাও।  
 
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘন্টা, ২৯ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।