ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নেপালকে উড়িয়ে টাইগ্রেসদের টানা জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
নেপালকে উড়িয়ে টাইগ্রেসদের টানা জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ জিতেছে ৯২ রানের বিশাল ব্যবধানে।

ঢাকা: মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ জিতেছে ৯২ রানের বিশাল ব্যবধানে।

প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে হারের পর থাইল্যান্ডকে হারিয়ে দেয় রুমানা আহমেদের দল। ফলে, টানা দুই জয় তুলে নিল লাল-সবুজের মেয়েরা।

ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

আগে ব্যাট করে টাইগ্রেসরা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৩৩ রান। জবাবে, ১৭.৩ ওভার ব্যাট করে বাংলাদেশের বোলারদের সামনে মাত্র ৪১ রানেই গুটিয়ে যায় নেপাল।

বাংলাদেশের ওপেনার সানজিদা ইসলাম ৪০ বলে ৫টি চারের সাহায্যে করেন ৩৫ রান। আরেক ওপেনার নিগার সুলতানার ব্যাট থেকে আসে ৩৯ রান। তিন নম্বরে নামা আয়েশা আজও ব্যাট হাতে ব্যর্থ (৪)। চার নম্বরে নামা শায়লা শারমীন করেন ১৯ রান। আর ১৭ রান আসে দলপতি রুমানার ব্যাট থেকে। রুমানার সঙ্গে অপরাজিত থাকা ফাহিমা ৮ রান করেন।

১৩৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে টাইগ্রেসদের বোলিং তোপে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নেপাল। একমাত্র ওপেনার সিতা রানা মাগারের ব্যাট থেকে দুই অঙ্কের রান আসে (১৫)। আর কেউই বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতে পারেননি।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে মাত্র ৮ রান খরচ করে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন ফাহিমা। ৩.৩ ওভার বল করে ২ রান খরচায় দুটি উইকেট নেন নাহিদা। একটি করে উইকেট তুলে নেন সুরাইয়া আজমিন, রুমানা, জাহানারা এবং পান্না।

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ফাহিমা খাতুন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ২৯ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।