ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুরুর তিন জয় ‘অলৌকিক’ মনে হচ্ছে মুশফিকের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
শুরুর তিন জয় ‘অলৌকিক’ মনে হচ্ছে মুশফিকের ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দশ ম্যাচে ৩৩২ রান নিয়ে বিপিএলের চলতি আসরে সর্বোচ্চ রান বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিমের। ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল হয়েও আনন্দ নেই মুশফিকের। টানা ৬ ম্যাচ হেরে গেছে তার দল। 

মিরপুর থেকে: দশ ম্যাচে ৩৩২ রান নিয়ে বিপিএলের চলতি আসরে সর্বোচ্চ রান বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিমের। ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল হয়েও আনন্দ নেই মুশফিকের।

টানা ৬ ম্যাচ হেরে গেছে তার দল।  

মঙ্গলবার (২৯ নভেম্বর) নিজেদের দশম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৮ উইকেটে হেরে গেছে তারা। অথচ টুর্নামেন্ট শুরুর চার ম্যাচ থেকে তিন জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল বরিশাল।  

সেখানে থেকে দলের এমন অবস্থা মেনে নিতে পারছেন না মুশফিকুর রহিম। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হারের কারণ হিসেবে দলের ক্রিকেটারদের ফর্মহীনতা, নিবেদনে ঘাটতি, বাজে ফিল্ডিং ও দলে বড় মাপের ক্রিকেটার না থাকাকে দায়ী করেছেন মুশফিক।

চরম হতাশা নিয়ে মুশফিক বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাট হিসেবে আমাদের দলে এমন কোনো অসাধারণ প্লেয়ার নাই, যে একাই ম্যাচ বের করে নিয়ে যাবে। দুই-তিনটা প্লেয়ারকে তো ভালো খেলতে হবে। একদিন হয়তো কারও ব্যাটিং ভালো হচ্ছে, কিন্তু সাপোর্ট দেওয়ার কেউ নেই। এভাবে কঠিন হয়ে যায়। বিপিএলে আমরাই সবচেয়ে ধারাবাহিক দল যারা কিনা প্রতি ম্যাচেই ফিল্ডিংয়ে ১০-১৫ রান বাড়তি দেই। দুটি করে ক্যাচ মিস করি। ’ 

‘টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট এখানে একটা রানও গুরুত্বপূর্ণ। আমার অভিজ্ঞতা থেকে বলছি, গতবার ১ রানে দুইটা ম্যাচ হেরেছি। সেখানে আপনি যদি ১০ রান বাজে ফিল্ডিং করে দিয়ে দেন সেটা খুবই কঠিন হয়ে যায়। এ টিম নিয়ে তিন ম্যাচ জিতেছি, সেটাই এখন অলৌকিক মনে হচ্ছে!’-যোগ করেন মুশফিক।

মুশফিক মনে করেন টিম এতটা খারাপ না যে শেষ চারে উঠতে পারবে না। ক্রিকেটাররা নিজেদের নামের প্রতি সুবিচার করে খেলতে না পারায় হতাশ বরিশাল বুলসের অধিনায়ক, ‘টিম খারাপ আমি সেটা বলছি না। কিন্তু টিমে যারা আছে তাদের তো রেপুটেশন অনুযায়ী পারফর্ম করতে হবে। আমাদের টিম এমন না যে আমরাই চ্যাম্পিয়ন হবো। কিন্তু, বোলিং ইউনিট, ব্যাটিং, ফিল্ডিং কোনোটাই যে হচ্ছে না!’ 

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ২৯ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।