ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ দুই ম্যাচে জয় চান মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
শেষ দুই ম্যাচে জয় চান মাশরাফি ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেষে এসে জ্বলে উঠেছে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় জয়ের পর বুধবার (৩০ নভেম্বর) রাজশাহী কিংসকে হারিয়েছে সমান ৮ উইকেটের ব্যবধানে।

মিরপুর থেকে: শেষে এসে জ্বলে উঠেছে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় জয়ের পর বুধবার (৩০ নভেম্বর) রাজশাহী কিংসকে হারিয়েছে সমান ৮ উইকেটের ব্যবধানে।

১০ ম্যাচে তিন জয়ে তাদের পয়েন্ট এখন ৬।

শেষ চারে উঠতে হলে শেষ দুই ম্যাচে তো জিততে হবেই, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে রাজশাহী, বরিশাল ও রংপুরের শেষের ম্যাচগুলোর ফলাফলের দিকে। চোখ রাখতে হবে রানরেটেও।

তবে সে হিসেব আলাদা রেখে শেষ দুই ম্যাচে জয় চাইছেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ‘আমরা ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ জিতেছি। এজন্য খুব ভালো লাগছে। চেষ্টা করবো শেষ দুইটা ম্যাচ জেতার। ’-বলেন তিনি।

বুধবারের ম্যাচ জয়ের পরও মাশারাফি মনে করছেন সেরা কম্বিনেশন নিয়ে নামতে পারেনি তার দল। তিনি বলেন, ‘বেস্ট কম্বিনেশ নিয়ে নামতে পারিনি। জেতাই সব নয়। জিতলে মনে হয় কম্বিনেশন ঠিক ছিল। আসলে এমন বোলিং নিয়ে মাঠে নামা খুব ঝুঁকির ছিল। বোলাররা ভালো করায় হয়তো সেটি মনে হয়নি। হারানোর কিছু নেই বলে হয়তো ঝুঁকি নিয়েই চেষ্টা করেছি ব্যাটিং সাইড ভারী করতে। ’

টুর্নামেন্টের শুরুর দিকে ব্যাটিং পারফরম্যান্স বাজে হওয়ায় একটার পর একটা হার দেখতে হয়েছে গত আসরের চ্যাম্পিয়নদের। এ নিয়ে আফসোস অধিনায়কের কণ্ঠেও, ‘আমরা চট্টগ্রামের ম্যাচটা ছাড়া ব্যাটিংয়ে সংগ্রাম করেছি পুরো টুর্নামেন্টে। শেষ ম্যাচে জিতেছি সেখানেও একটা পর্যায় ছিল ২৪ বলে ৩০ করতে হবে। দল হিসেবে আমরা এসব আশা করি না। ’

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এসকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।